অশোকনগরের প্রাকৃতিকসম্পদ উত্তোলনে দ্বিতীয় আরো একটি জায়গার কাজ শুরু করল ওএনজিসি। প্রায় মাস খানেক ধরে অশোকনগরের ভুরকুন্ডা পঞ্চায়েতের দৌলতপুর এলাকায় জনা কুড়ি চাষির জমি তিন বছরের জন্য আপাতত লিজ নিয়ে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের জন্য পরিকাঠামো তৈরির কাজ শুরু করল ওএনজিসি ।
বিঘা প্রতি বছরে আসি হাজার টাকা করে চাষীদের দেওয়ার চুক্তিপত্র তৈরি করেছে ওএনজিসি । এই প্রাকৃতিক সম্পদ উত্তোলক সংস্থার তরফে চাষীদের বলা হয়েছে তিন বছরের লিজের মেয়াদ শেষ হলে ওএনজিসি পরিস্থিতি বুঝে পুনরায় জমির চুক্তি নবীকরণ বা নির্ধারিত মূল্য দিয়ে জমি অধিক গ্রহণ করতে পারে । তবে কোন বিষয়ে আপত্তি নেই জমিদাতা কৃষকদের । তবে জমি দাতা বা স্থানীয়দের আবেদন এলাকার বাসিন্দারা ও জমিদাতাদের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হোক ।
প্রসঙ্গত কয়েক বছর আগে থেকে অশোকনগরে ওএনজিসি দীর্ঘ অনুসন্ধানের পর বাইগাছি এলাকায় প্রাকৃতিক সম্পদের খোঁজ পেয়েছে ওএনজিসি ।তৎকালিন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী স্বয়ং অশোকনগরে এসে এই প্রজেক্ট (যার নাম দেওয়া হয়েছে বেঙ্গল বেসিন) এর উদ্বোধন করেন ।যেখান থেকে বর্তমানে ক্রুড অয়েল উত্তোলন শুরু হয়েছে । অর্থনীতি মহল মনে করছে সুধু অশোকনগর বা এরাজ্য নয় দেশের অর্থনীতিও বেঙ্গল বেসিনের হাত ধরে ঘুরে দাঁড়াতে পারে ।
উল্লেখ্য, প্রায় মাস খানেক ধরে অশোকনগরের ভুরকুন্ডা পঞ্চায়েতের দৌলতপুর এলাকায় জনা কুড়ি চাষির জমি তিন বছরের জন্য আপাতত লিজ নিয়ে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের জন্য পরিকাঠামো তৈরির কাজ শুরু করল ওএনজিসি । বিঘা প্রতি বছরে আসি হাজার টাকা করে চাষীদের দেওয়ার চুক্তিপত্র তৈরি করেছে ওএনজিসি । এই প্রাকৃতিক সম্পদ উত্তোলক সংস্থার তরফে চাষীদের বলা হয়েছে তিন বছরের লিজের মেয়াদ শেষ হলে ওএনজিসি পরিস্থিতি বুঝে পুনরায় জমির চুক্তি নবীকরণ বা নির্ধারিত মূল্য দিয়ে জমি অধিক গ্রহণ করতে পারে । তবে কোন বিষয়ে আপত্তি নেই জমিদাতা কৃষকদের ।
তবে জমি দাতা বা স্থানীয়দের আবেদন এলাকার বাসিন্দারা ও জমিদাতাদের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হোক । প্রসঙ্গত কয়েক বছর আগে থেকে অশোকনগরে ওএনজিসি দীর্ঘ অনুসন্ধানের পর বাইগাছি এলাকায় প্রাকৃতিক সম্পদের খোঁজ পেয়েছে ওএনজিসি ।তৎকালিন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী স্বয়ং অশোকনগরে এসে এই প্রজেক্ট (যার নাম দেওয়া হয়েছে বেঙ্গল বেসিন) এর উদ্বোধন করেন ।