করোনা সংক্রমণ ঠেকাতে উত্তর ২৪ পরগনার হাবড়া ও অশোকনগরে চলছে লকডাউন । করোনা পরিস্থিতি সামাল দিতে উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন অংশে চলছে আংশিক ডাউন। সেই লক ডাউনের অঙ্গ হিসাবে উত্তর ২৪ পরগনার হাবড়া ও অশোকনগরে শুরু হয়েছে লকডাউন। হাবড়া পুরসভার তরফে ঘোষণা মত আজ ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলছে সামগ্রিক লকডাউন । বন্ধ রয়েছে সব দোকানপাট । সাড়া পড়েছে ব্যবসায়ী মহলেও । স্বতঃস্ফূর্তভাবে সামগ্রিক লকডাউন পালন চলছে । তবে জরুরী পরিষেবা সচল রয়েছে ।
একইভাবে অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকায় আজ ও কাল দিনভর থাকছে সামগ্রিক লকডাউন । জরুরী পরিষেবা ছাড়া বন্ধ থাকবে পুরসভা এলাকার সমস্ত বাজার ও দোকানপাট । এলাকায় করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত ঠেকাতে এও লকডাউন চলছে বলে জানা গিয়েছে।
উত্তর ২৪ পরগনা জেলার শুধু হাবড়া বা অশোকনগরে নয়। বিভিন্ন পুর এলাকাতেও চলছে লক ডাউন। কোথাও সপ্তাহে দুইদিন আবার কোথাও সপ্তাহে তিন্দিন এলাকার বাজার ঘাট দোকান পত্র বন্ধ রেখে এই আংশিক লকডাউন শুরু হয়েছে।
আর ও পড়ুন মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি
উল্লেখ্য, করোনা পরিস্থিতি সামাল দিতে উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন অংশে চলছে আংশিক্লক ডাউন। সেই লক ডাউনের অঙ্গ হিসাবে উত্তর ২৪ পরগনার হাবড়া ও অশোকনগরে শুরু হয়েছে লকডাউন। হাবড়া পুরসভার তরফে ঘোষণা মত আজ ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলছে সামগ্রিক লকডাউন । বন্ধ রয়েছে সব দোকানপাট । সাড়া পড়েছে ব্যবসায়ী মহলেও । স্বতঃস্ফূর্তভাবে সামগ্রিক লকডাউন পালন চলছে । তবে জরুরী পরিষেবা সচল রয়েছে ।একইভাবে অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকায় আজ ও কাল দিনভর থাকছে সামগ্রিক লকডাউন ।
জরুরী পরিষেবা ছাড়া বন্ধ থাকবে পুরসভা এলাকার সমস্ত বাজার ও দোকানপাট । এলাকায় করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত ঠেকাতে এও লকডাউন চলছে বলে জানা গিয়েছে। উত্তর ২৪ পরগনা জেলার শুধু হাবড়া বা অশোকনগরে নয়। বিভিন্ন পুর এলাকাতেও চলছে লক ডাউন। কোথাও সপ্তাহে দুইদিন আবার কোথাও সপ্তাহে তিন্দিন এলাকার বাজার ঘাট দোকান পত্র বন্ধ রেখে এই আংশিক লকডাউন শুরু হয়েছে।
একইভাবে অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকায় আজ ও কাল দিনভর থাকছে সামগ্রিক লকডাউন । জরুরী পরিষেবা ছাড়া বন্ধ থাকবে পুরসভা এলাকার সমস্ত বাজার ও দোকানপাট । এলাকায় করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত ঠেকাতে এও লকডাউন চলছে বলে জানা গিয়েছে। উত্তর ২৪ পরগনা জেলার শুধু হাবড়া বা অশোকনগরে নয়। বিভিন্ন পুর এলাকাতেও চলছে লক ডাউন। কোথাও সপ্তাহে দুইদিন আবার কোথাও সপ্তাহে তিন্দিন এলাকার বাজার ঘাট দোকান পত্র বন্ধ রেখে এই আংশিক লকডাউন শুরু হয়েছে।