শিলিগুড়িতে অশোকেই ভরসা বামেদের

শিলিগুড়িতে অশোকেই ভরসা বামেদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
অশোকেই

শিলিগুড়িতে অশোকেই ভরসা বামেদের । অশোকই একমাত্র অবলম্বন বামেদের। দার্জিলিং জেলা বামফ্রন্টের জুড়ে নেই বিকল্প। বিকল্প না মেলায় প্রবীণ হাঁটুকে ভর করেই অস্তিত্ব টিকিয়ে প্রচারে থাকার মরিয়া চেষ্টায় ফের শিলিগুড়ি মডেলের রব বাম কংগ্রেস জোটের। বিস্তর নাটকের পর অবশেষে যবনিকা টানলেন অশোক ভট্টাচার্য্য।

 

তিনি ভোটের প্রার্থী তালিকা ঘোষণার প্রাগ মুহূর্ত পর্যন্ত নিজে থেকে সংবাদপত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাতে লাগেন তিনি কোনোভাবেই আর নির্বাচনে প্রার্থী পদে দাড়িয়ে প্রতিদ্বন্দিতা করবেন না। অংশ নেবেন না এবারের পুর নির্বাচনেও। তবে অতঃপর তার পূর্বের জয়ী শিলিগুড়ি পুরনিগমের ছয় নাম্বার ওয়ার্ডেই প্রার্থী হয়ে ফের কংগ্রেড জোটের মুখ হয়ে নামছেন বরিষ্ট সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য্য।

 

মঙ্গলবার শিলিগুড়ি হিলকার্ট রোডের অনিল বিশ্বাস ভবনের প্রার্থী পদ ঘোষণা শুরুতেই দার্জিলিং জেলা বাম ফ্রন্টের তরফে জীবেশ সরকার ঘোষণা করেন প্রার্থী পদের অস্তিত্বহীন বাম-কংগ্রেস জোটের এক অদ্বিতীয় অশোক বাবুর নাম। তিনি জানিয়ে দেন অশোক ভট্টাচার্য্যকে জোটের মুখ করেই লড়তে চলেছে নীতিহীন জোটঘোট বাম কংগ্রেস শিবির। দলের জেলা কমিটি থেকে অবসরপ্রাপ্ত ৭০ ঊর্ধ্ব অশোক ছাড়া আর কোনো বিকল্প মুখ নেই সহায় হারা বামেদের।

 

বামফ্রন্টের আবাহক জিবেশ সরকারের মন্তব্যেই তা এক প্রকার সাফ হয়ে যায়। তিনি বলেন আমারা অশোক ভট্টাচার্য্য এর বিকল্প ভাবিনি। তার বিকল্প ভাবা হয়নি। তার এই মন্তব্য ঘিরে এও প্রমাণিত হচ্ছে অশোক ভট্টাচার্য্য শুধুই জনতার সহানুভূতির আঁচে নিজ অবস্থান বুঝে নিতে চেয়েই সুকৌশলে ঢাক ঢোল পিটিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা না করার কথা জানিয়েছিলেন। নন প্লেয়িং ক্যাপ্টেন হিসেবে দলের জন্য প্রথম সারিতে থেকে লড়াইয়ের কথা বলেছিলেন তা একেবারেই শিলিগুড়ির উন্নয়নয়ের মিথ্যে ফিরিস্তির মতোই ভুয়ো।

 

আর ও পড়ুন    গার্ড কিনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

 

যদিও অশোক বাবুর সাফাই ব্যক্তিগত সিদ্ধান্ত ছেড়ে দলের নির্দেশে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। অবশ্য পাল্টা বারে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যকে কটাক্ষ বাণ নিক্ষেপ করে বিদায়ী পুরপ্রশাসক গৌতম দেব বলেন উনি দাঁড়াবেন এটা পূর্ব নির্ধারিত ছিল। অযথা মানুষের সহানুভূতি অর্জনের জন্য সোশ্যাল মিডিয়ায়, প্রচারমাধ্যমে জানিয়েছিলেন সন্ন্যাস গ্রহণের গল্প।

 

অন্যদিকে কংগ্রেসের জন্য চারটি আসন ফাঁকা রেখে মোট ১২টি আসনে প্রথম দফায় এদিন প্রার্থী ঘোষনা করতে পারেনি বামেরা। প্রথম তালিকা পেশ করার পর ফের প্রার্থীর সন্ধান মিললে কংগ্রেসের হাত ধরে প্রার্থী দেবে ১২টি আসনে বাম। অন্যদিকে একই দশা কংগ্রেসেরও শুধুমাত্র টিকে থাকতে নীতি-আদর্শ ভুলে উন্নয়নহীন ক্ষমতার লোভের কারনে অশোক ভট্টাচার্যকে মুখ করেই নিজেদের লুপ্তপ্রায় অস্তিত্ব টিকিয়ে রাখতে চায় কংগ্রেস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top