জলপাইগুড়ি – জলপাইগুড়ি সদর ব্লকে নাবালিকা ছাত্রীর মর্মান্তিক আত্মহত্যায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। পরিবারের অভিযোগ, স্কুলে যাওয়ার পথে দুই কিশোর প্রায়ই তাঁকে উত্যক্ত করত। অভিযোগ আরও গুরুতর—তাঁদের মধ্যে একজন ছাত্রীটির অশ্লীল ভিডিও রেকর্ড করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর অপমান সহ্য করতে না পেরে শুক্রবার গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ছাত্রীটি।
ঘটনার আগে পরিবারের সদস্যরা কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশের বিরুদ্ধে এফআইআর গ্রহণে গড়িমসির অভিযোগ ওঠে। বাড়ি ফেরার পরেই জানা যায়, ছাত্রী আত্মঘাতী হয়েছে। দ্রুত তাঁকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এরপর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিবার দাবি করে, দুই অভিযুক্তের কারণেই তাঁদের মেয়ের মৃত্যু। দোষীদের ফাঁসির দাবিতে সরব হন আত্মীয়-পরিজন ও প্রতিবেশীরা। পুলিশের গাফিলতির অভিযোগও ওঠে। তবে অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানিয়েছেন, অভিযোগ পাওয়া মাত্রই পদক্ষেপ করা হয়েছে। অভিযুক্ত এক নাবালক ও এক যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
