দক্ষিন 24 পরগণা – দক্ষিণ ২৪ পরগণায় অষ্টমীর রাতে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। দুর্গাপুজোর আনন্দে যখন সর্বত্র উৎসবমুখর পরিবেশ, তখনই এক ৬০ বছর বয়সী একাকী বৃদ্ধার ঘরে ঢুকে গণধর্ষণের অভিযোগ উঠল চার অভিযুক্তের বিরুদ্ধে। তাঁদের মধ্যে তিনজন সরাসরি ওই মহিলাকে ধর্ষণ করে এবং একজন বাইরে পাহারা দেয় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা যায়, অষ্টমীর রাতে মুরগি চুরি করার উদ্দেশ্যে চারজন দুষ্কৃতী ওই বাড়িতে প্রবেশ করে। এরপর মহিলাকে একা পেয়ে ধারালো অস্ত্র ও বন্দুকের ভয় দেখিয়ে তাকে নিগ্রহ করে। ঘটনার সময় মহিলার স্বামী চোখের অপারেশনের কারণে বাইরে ছিলেন এবং বাড়িতে নাতি-নাতনিদেরও কেউ উপস্থিত ছিল না। ফলে একাই অসহায় অবস্থায় পড়েন তিনি।
বৃদ্ধার আর্তনাদ শুনে দ্রুত ছুটে আসেন তাঁর মেয়ে ও জামাই। তাঁদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে পৌঁছন। অভিযুক্তদের মধ্যে দু’জনকে ধরে ফেলে বেঁধে রেখে গণপ্রহার করেন গ্রামবাসীরা। পরে কুলতলি থানার পুলিশ এসে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।
এদিকে এখনও একজন অভিযুক্ত পলাতক রয়েছে। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে। ভয়াবহ এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
