অষ্টমীর রাতে হাওড়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আতঙ্কে পুজো মণ্ডপ চত্বর

অষ্টমীর রাতে হাওড়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আতঙ্কে পুজো মণ্ডপ চত্বর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

হাওড়া – অষ্টমীর রাতে দুর্গাপুজোর আলোয় মুখরিত হাওড়ার বনবিহারী বসু লেন। সেই উৎসবমুখর পরিবেশই মুহূর্তে রক্তাক্ত হয়ে উঠল গুলির শব্দে। বাইকে চড়ে এসে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে পর পর গুলি চালায় দুষ্কৃতীরা। চোখের পলকে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। জনবহুল এলাকায় এমন ঘটনার জেরে চরম আতঙ্ক ছড়ায়।

পুলিশ সূত্রে খবর, নিহতের নাম সুরেশ যাদব (৫০)। তাঁর বাড়ি বিহারের গোপালগঞ্জে। দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতেই পশ্চিমবঙ্গে এসেছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ সন্ধ্যাবাজার এলাকায় হাঁটছিলেন সুরেশ। সেই সময় হঠাৎই বাইকে আসা দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় সুরেশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পুজোর রাতে হঠাৎ খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিহত ব্যবসায়ী মূলত বেড়াতেই হাওড়ায় এসেছিলেন। তবে তাঁর সঙ্গে দুষ্কৃতীদের কোনও বিহার-যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top