রাজ্য – রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনা শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, অর্থমন্ত্রী সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে বাংলার বকেয়া প্রাপ্য নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন, যার ফলে বাংলার সম্মান ক্ষুণ্ণ হয়েছে এবং গোটা সংসদকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। এই অভিযোগের জেরে শেষ পর্যন্ত রাজ্যসভার ফ্লোর থেকে ওয়াকআউট করে তৃণমূল সাংসদরা।
তৃণমূল সাংসদ দোলা সেন অভিযোগ করেন যে, অর্থমন্ত্রী বিলের আলোচ্যসূচির সঙ্গে সম্পর্কহীনভাবে MGNREGA-এর বকেয়া প্রসঙ্গ উল্লেখ করেছেন। যেখানে সেন্ট্রাল এক্সাইজ সংশোধনী বিল নিয়ে আলোচনা চলছিল, সেখানে হঠাৎ করে বাংলার বকেয়া প্রসঙ্গ টেনে এনে অসত্য তথ্য উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী— যা সাংসদদের মতে অত্যন্ত নিন্দনীয়। দোলা সেন আরও জানান, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয়েই কেন্দ্রকে বাংলার প্রাপ্য দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। তবুও সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী অসত্য মন্তব্য করে গোটা দেশকে বিভ্রান্ত করছেন।
সাংসদের অভিযোগ, তৃণমূলের ফ্লোর লিডারকে বারবার ‘পয়েন্ট অফ অর্ডার’ তুলতে দেওয়া হয়নি। এই ঘটনাকে “গণতন্ত্রকে ছুরি দিয়ে হত্যা” বলে মন্তব্য করেন দোলা সেন। তাঁর মতে, পার্লামেন্টে দাঁড়িয়ে বারবার বাংলাকে লক্ষ্য করে যেভাবে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়। এই অন্যায়ের প্রতিবাদেই তৃণমূল সাংসদরা ওয়াকআউট করতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি। তাদের বক্তব্য, পুরো বিষয়টি ছিল ‘আউট অফ কনটেক্সট’ এবং ‘আউট অফ এজেন্ডা’, যার উদ্দেশ্য ছিল সংসদকে ভুল পথে পরিচালিত করা।




















