অসময়ে ফের কোভিড শঙ্কা! উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড আক্রান্ত প্রসূতি মহিলা। স্বাভাবিক প্রসবে সুস্থ্য সন্তানের জন্ম দিয়েছেন মহিলা।সম্পূর্ণ সুস্থ্য মা ও শিশু বলে জানান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন সন্দ্বীপ সেনগুপ্ত। জানা গিয়েছে কয়েকদিন আগেই শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে একটি প্রসূতি মহিলাকে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে।
তার জ্বর সর্দির উপসর্গ ছিল। সিজার করতে হবে এমন সম্ভবনাতেই তাকে জেলা হাসপাতাল থেকে উন্নতর চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক তথা গাইনকোলজির বিভাগীয় প্রধান সন্দ্বীপ সেনগুপ্ত জানান মহিলার উপসর্গ ছিল। জেলা হাসপাতালেই র্যাট টেস্ট রিপোর্ট এ কোভিড পজিটিভ আসে। নিময়বিধি মেনে সিজারের জন্য স্থানান্তরিত করা হয়। যাবতীয় সচেতনতা অবলম্বন করে তার চিকিৎসা শুরু হয়।
তবে মহিলা স্বাভাবিক প্রসব করেন। মা ও শিশু দুজনেই সুস্থ্য রয়েছে। রুগীকে পৃথক আইসলেশনে রাখা হয়েছে। তবে ওই মহিলা কোথায় বসবাস করেন, তিনি সম্প্রতি অন্যত্র কোথাও গিয়েছিলেন কিনা সেসব বিষয় জানাতে চায়নি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কোভিড শূন্য সে পরিস্থিতি ফের এধরনের সংক্রমন হানা প্রসঙ্গে তিনি বলেন কোভিড শূন্য এটা ঠিক। তবে যেকোনো ভাইরাসের ক্ষেত্রেই তার কার্যক্ষমতা ফুরিয়ে গেলেও একটা উপস্থিতি থাকে। যেকোনো ভাইরাস জনিত রোগের ক্ষেত্রেই সময় অন্তরে বিক্ষিপ্ত এক দুটি ঘটনা সামনে আসে। এটা খুবই স্বাভাবিক।
উল্লেখ্য, অসময়ে ফের কোভিড শঙ্কা! উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড আক্রান্ত প্রসূতি মহিলা। স্বাভাবিক প্রসবে সুস্থ্য সন্তানের জন্ম দিয়েছেন মহিলা।সম্পূর্ণ সুস্থ্য মা ও শিশু বলে জানান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন সন্দ্বীপ সেনগুপ্ত। জানা গিয়েছে কয়েকদিন আগেই শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে একটি প্রসূতি মহিলাকে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। তার জ্বর সর্দির উপসর্গ ছিল। সিজার করতে হবে এমন সম্ভবনাতেই তাকে জেলা হাসপাতাল থেকে উন্নতর চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।