Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
The Trinamool leader stood by the helpless migrant workers

অসহায় পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা

অসহায় পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
অসহায়

অসহায় পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা । পরিযায়ী শ্রমিকের পায়ে ক্যান্সার, চিকিৎসাহীন ভাবে মৃত্যুর জন্য দিন গুনছেন হতভাগ্য যুবক,মেলেনি স্বাস্থ্য সাথী কার্ড, পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা, তড়িঘড়ি স্বাস্থ্য সাথী কার্ড এর ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস বিডিওর।দীর্ঘদিন ধরেই পরিযায়ী শ্রমিকের পায়ে ক্যান্সার। সরকারি চিকিৎসার পরিসেবা তো দুর অস্ত এখনো পর্যন্ত জোটেনি স্বাস্থ্য সাথী কার্ড। ফলে বিনা চিকিৎসায় চরম দূর্দশার দিন কাটাচ্ছেন বছর ২৬ এর ওই পরিযায়ী শ্রমিক।

 

চিকিৎসাহীন ভাবে মৃত্যুর জন্য দিন গুনছেন এই হতভাগ্য যুবক। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকা সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের খুনিয়া পাহাড় গ্রামে। ক্যান্সারাক্রান্ত ওই পরিযায়ী শ্রমিকের নাম কেশর মন্ডল(২৬)। দীর্ঘদিন আগে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পায়ের আঙ্গুল কাটা গিয়েছিল। সেই আঙুলে যথাযথ চিকিৎসা না হওয়াতে এখন শরীরের ওই অংশে ক্যান্সার ছড়িয়ে পড়েছে।

 

হতদরিদ্র ওই যুবকের চিকিৎসার অর্থ নেই। তার বাবা পুণ্য মন্ডলও বৃদ্ধ। তিনি অথর্ব শরীরে, ছেলের চিকিৎসার ভার গ্রহণ করতে এই বয়সেও পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে চলেছেন। কিন্তু এখন কর্মহীন। ওই পরিযায়ী শ্রমিকের চিকিৎসার পরিসেবা তো দূর অস্ত। মেলেনি স্বাস্থ্য সাথী কার্ড। এখন মৃত্যুর জন্য দিন গুনছে ওই তরতাজা যুবক।

 

আর ও পড়ুন    সুজন রমলাকে নিয়ে বিধাননগরে প্রচার সারলেন সিপিএম প্রার্থী

 

তবে খবর পেয়ে ওই হতভাগ্য পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল নেতা তথা জেলা সাধারণ সম্পাদক বুলবুল খান। তিনি ওই যুবকের চিকিৎসা সমস্ত ব্যয় ভার গ্রহণ করতে রাজি হয়েছেন। সঙ্গে জানিয়েছেন অবিলম্বে যাতে ওই যুবকের স্বাস্থ্য সাথী কার্ড হয় সেই ব্যবস্থা গ্রহণ করবেন। এদিন বুলবুল বাবু ওই যুবকের হাতে চিকিৎসার জন্য অর্থ সাহায্য করেন। জানান ওই যুবকের যাতে উন্নত চিকিৎসা হয় সেই ব্যবস্থা করে দেবেন।

 

এদিকে ওই হতভাগ্য ক্যান্সারাক্রান্ত পরিযায়ী শ্রমিকের পাশে বুলবুল খান কে পাশে পেয়ে সাহস পেয়েছেন ওই শ্রমিকের পরিবার। তারা জানিয়েছেন বুলবুল খান জনদরদী নেতা। বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ান।পুরো ঘটনার বিষয় বিডিও বিজয় গিরির কানে আসতেই নড়েচড়ে বসেছেন, তিনি সেই যুবকের স্বাস্থ্য সাথী কার্ড করে দেওয়ার ব্যবস্থা করবেন।  অসহায় পরিবারের পাশে সব রকম ভাবে  থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top