নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ২৬ মার্চ, লকডাউনের জেরে স্তব্ধ কালনা। সেসময় অসুস্থ বোনকে দেখতে হুগলি জেলার জিরাট থেকে পূর্ব বর্ধমানের কালনা এলে বোনের বাড়িতে থাকতে দিতে অস্বীকার করে বোন। বাধ্য হয়ে লক ডাউনের ফাঁদে পরে দুদিন ধরে আটকে গিয়ে অম্বিকা কালনা স্টেশনের ফুটপাতে অসহায় দিন কাটাচ্ছেন এক বৃদ্ধা।খবর পেয়ে অসহায় ওই বৃদ্ধার পাশে দাঁড়ালেন এক সিভিক ভলেন্টিয়ার।
গোটা ভারতবর্ষ জুড়ে চলছে লকডাউন, মানুষকে ঘর থেকে না বেরোনোর জন্য করোহাতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী, কিন্তু বিনা কারণে যারা বেরিয়েছেন তাদেরকে শক্ত হাতে নিচ্ছে প্রশাসন, এই প্রবেশের মধ্যে হুগলি জেলার জিরাট এলাকা থেকে পায়ে হেটে নিজের অসুস্থ বোন প্রভাতী হাঁড়িকে দেখতে কালনার হরিজন পাড়ায় আসেন আরতি হাঁড়ি। এক বেলা থাকার পরেই দিদিকে নিজের বাড়িতে থাকতে দিতে অস্বীকার করেন বোন। বাধ্য হয়ে বেরিয়ে পড়ল কিন্তু যানবাহন না চলায় স্টেশনে দুদিন ধরে আটকে রইলেন অম্বিকা কালনা, অসহায় ও অনাহারে দুদিন থাকার পর নজরে আসে কালনা জিআরপি সিভিক ভলেন্টিয়াদের। তারপর তাকে জিজ্ঞাসা করলে উঠে আসে তার পারিবারিক তথ্য, ক্ষুদার্থ এই বৃদ্ধাকে নিজের টিফিনের খাবারের অংশ দিয়ে সহযোগিতা করলেন সিভিক ভলেন্টিয়ার। প্রাথমিক ভাবে থাকার জন্য প্রসাশনের ওপর আস্থা অসহায় বৃদ্ধার।