নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৫ ই আগস্ট : অসুস্থতার পর স্মার্ট ড্রেসে অনুব্রত মণ্ডল বোলপুরে দলীয় কার্যালয়ে।
বেশ কয়েক বছর ধরে রোগে ভুগছিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ায় বাধ্য হয়ে এবছর ৫ ই জুলাই তাঁকে ভর্তি হতে হয় এসএসকেএম হাসপাতালে। তারপর সেই সপ্তাহের বুধবার হয় তাঁর অস্ত্রোপচার।
তৃণমূল সূত্রে জানা যায়, হাসপাতালে ভর্তি হওয়া এবং অস্ত্রপ্রচার নিয়ে ভীত অনুব্রত মণ্ডল এসএসকেএমে ভর্তি হন মুখ্যমন্ত্রীর নির্দেশে। মুখ্যমন্ত্রীর নির্দেশে শুধু হাসপাতালে ভর্তি হওয়ার নয়, ভর্তি হওয়ার পর থেকে তার উপর চলছে ২৪ ঘন্টা নজরদারী। আর সেই নজরদারির দায়িত্বে রয়েছেন ফিরহাদ হাকিমের আত্ম সহায়ক।
অপারেশনের পর দীর্ঘ ৩০ দিনের বেশি তিনি ডাক্তারদের পর্যবেক্ষণে ছিলেন। আর এই অসুস্থ থাকাকালীন তাকে মিস করতে হয় ২১শে জুলাইয়ের মঞ্চও, যা কিনা এ যাবৎ হয়নি। এ নিয়ে তিনি দুঃখও প্রকাশ করেছিলেন, “এত কাছে থেকেও একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকতে পারলাম না।” এমনকি নানুরের বাসা পাড়ার নানুর দিবস অনুষ্ঠান থেকেও বিরত থাকতে বাধ্য হন।
তবে ধীরে ধীরে তিনি এই মুহূর্তে ঠিক আগের মতোই সুস্থ। তবে আগের তুলনায় অনেক বেশি স্মার্ট দেখাচ্ছে তাঁকে বলেই মত রাজনৈতিক ব্যক্তিত্বদের।
আর সেই ছবি দেখা গেল আর যখন তিনি নীল রঙের টি শার্ট এবং কালো রঙের জিন্স প্যান্ট পরে বোলপুরের দলীয় কার্যালয়ে উপস্থিত হন। প্রথম দেখাতে সকলে হতচকিত। দলীয় কর্মীদের অনেকেই একপ্রকার বলেই ওঠেন, “সত্যিই এ আমাদের কেষ্টদা তো!” আর দীর্ঘদিন পর দলীয় কর্মীরা নিজেদের দলের জেলা সভাপতিকে কাছে পেয়ে উৎসাহিত হন।◼