অসুস্থ অনুব্রত, সিবি আই এর ডাকে সাড়া না দিয়ে গেলেন SSKM হাসপাতালে- ইংগিতপূর্ণ বার্তা কুণালের। বুধবার গরুপাচার কান্ডে সিবিআই (CBI) দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের।সূত্রের খবর,তিনি অসুস্থ বোধ করছিলেন।তাই সিবি আই দপ্তরে না গিয়ে সোজা SSKM হাসপাতালে যান বীরভূম জেলা তৃণমূলের সভাপতি (TMC)। আর তাঁর এই সিবি আই এর ডাকে সাড়া না দিয়ে হাজিরায় অনুপস্থিতি প্রসঙ্গে অর্থবহ মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।
সূত্রের খবরে জানা গেছে,বুধবার অনুব্রত মণ্ডলের সিবিআই দফতরে হাজিরা না দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের সামনে প্রথমে কিছু বলেন নি কুণাল ঘোষ।কিন্তু তার পরই তিনি ইংগিতপূর্ণ মন্তব্য করে বলেন, “অনুব্রত মণ্ডলের আইনজীবীরা কী পরামর্শ দিয়েছেন, সেটা তাঁর ব্যাপার। এই বিষয়ে আমি কিছু বলতে পারব না। তাঁর শরীর যদি অসুস্থ থাকে সেটা চিকিৎসকরা বুঝবেন। আমি ব্যক্তিগত ভাবে বলব, আমি কোনওদিন কোনও অন্যায় করিনি। তাই সিবিআই, ইডি, থানা যে যখন ডেকেছে, নির্দিষ্ট দিনে পাঁচ মিনিট আগে উপস্থিত থাকতাম। কেউ বলতে পারবেন না কুণাল ঘোষ আসেনি।”
আর ও পড়ুন টাকি রোডে নজরে সিসিটিভি, নাকা চেকিংয়ে গাঁজা ফেনসিডিল আটক
কিন্তু এখানেই না থেমে অনুব্রত প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদাহরণ হিসেবে ব্যবহার করে দলীয় মুখপাত্রের দাবি, “কোনও অন্যায় না করায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছে। মাথা উঁচু করে বেরিয়ে এসেছে।”আর পরপর এই ধরনের মন্তব্যগুলিকেই বেশ অর্থপূর্ণ বলেই ধারবা করছে রাজনৈতিক মহল।