নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২১ জানুয়ারি, ছেলের শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে ছেলেকে নিয়ে মায়ের স্বেচ্ছামৃত্যুর আবেদন মহকুমাশাসকের কাছে। ঘটনার খবর পেয়ে দুর্গাপুর শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মা বন্দনা সাপুই দুর্গাপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের আটা রিয়াল রোড এর বাসিন্দা। স্বামী পরিমল চন্দ্র সাঁপুই এখন মৃত।একটি মাত্র ছেলে তুষার সাপুই। দুর্ভাগ্যজনক ভাবে এদিন তার জন্মদিন (বয়স ৩৩)। তার ডায়ালিসিস চলছে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে।একটা সময় সে জেরক্সের দোকান চালাতো পাড়ায়। গত দু’বছর ধরে সে অসুস্থ দুটো কিডনি নষ্ট হয়ে গেছে।সাথে নষ্ট হয়ে গেছে সুগারের জন্য দুটো চোখও। যন্ত্রণায় জ্বালায় নেতিয়ে পড়েছে সে আর তার কষ্ট নিজের চোখে আর দেখতে পাচ্ছে না মা বন্দনা। টাকার জন্য প্রশাসনিক বিভিন্ন দপ্তরে গিয়েও কোন সুরাহা হয়নি। তাই এবার স্বেচ্ছামৃত্যুর আবেদন জানাল তাঁরা।এই ঘটনায় সকলের মনে একটাই প্রশ্ন জেগেছে, সত্যি কি দুর্গাপুর শহরের নাগরিক থেকে প্রশাসন সকলেই অমানবিক হয়ে উঠছেন নাকি এখনো মানবিক দিক রয়েছে! অপেক্ষায় এখন নিরুপায় মা-ছেলে।