অস্ট্রেলিয়া সফরে সামিকে দেখা উচিত, মত কোচের; নিলামে দাম পড়ে যেতে পারে চোটের কারণে, আশঙ্কা মঞ্জরেকরের

অস্ট্রেলিয়া সফরে সামিকে দেখা উচিত, মত কোচের; নিলামে দাম পড়ে যেতে পারে চোটের কারণে, আশঙ্কা মঞ্জরেকরের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

খেলা – অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন সফরে ভারতের অভিজ্ঞ পেসার মহম্মদ সামিকে রাখা উচিত বলে মনে করছেন তাঁর কোচ বদরুদ্দিন সিদ্দিকি। তাঁর মতে, স্যর ডন ব্র্যাডম্যানের দেশের কঠিন পরিবেশে সামির অভিজ্ঞতা দলের কাজে লাগবে। তবে, সামির ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে, সামির সাম্প্রতিক চোট-ইতিহাস নিলামে তাঁর দাম কমিয়ে দিতে পারে।

চোট কাটিয়ে সামি সম্প্রতি রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার হয়ে মাঠে ফেরেন এবং নেন ৭টি উইকেট। যদিও তাঁর প্রত্যাবর্তনের ম্যাচে বাংলা ১১ রানে হেরে যায় উত্তর প্রদেশের কাছে, তবে সামির পারফরম্যান্স ছিল নজরকাড়া। এত কিছুর পরেও, সামিকে নিয়ে রয়েছে উদ্বেগ।

মঞ্জরেকরের বিশ্লেষণ অনুযায়ী, “ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে সামিকে নিয়ে আগ্রহ অবশ্যই থাকবে। কিন্তু তাঁর চোট এবং সুস্থ হয়ে পুরোপুরি মাঠে ফিরতে সময় লাগার বিষয়টি মাথায় রেখে কোনও দল হয়তো বড় ঝুঁকি নিতে চাইবে না। কারণ যদি বড় দামে তাঁকে নেওয়া হয় এবং তিনি মাঝ মরশুমে ফের চোট পান, তা হলে দল সমস্যায় পড়বে। এটাই তাঁর দামের ওপর প্রভাব ফেলতে পারে।”

উল্লেখ্য, ২০২৩ সালের আইপিএলে সামি দুর্দান্ত পারফর্ম করে পার্পল ক্যাপ জিতেছিলেন—১৭টি ম্যাচে নিয়েছিলেন ২৮টি উইকেট। সেই বছর ওয়ানডে বিশ্বকাপেও ছিল তাঁর দাপট—২৪টি উইকেট সংগ্রহ করেন তিনি। তবে বিশ্বকাপের পর চোটের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন এই তারকা পেসার।

কামব্যাক ম্যাচে ৭ উইকেট নেওয়ার পরই আবারও তাঁকে আন্তর্জাতিক দলে ফিরিয়ে আনার দাবি উঠেছে। কোচ সহ বহু ভারতীয় ক্রিকেট অনুরাগীর মতে, এখনই সামিকে অস্ট্রেলিয়া সফরের জন্য বিবেচনা করা উচিত। তাঁর অভিজ্ঞতা এবং উইকেট নেওয়ার দক্ষতা কঠিন বিদেশি কন্ডিশনে দলের বড় সম্পদ হতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top