‘মিডিয়া না থাকলে বিজেপি দলটির কোন অস্তিত্ব থাকবে না’, মন্তব্য ফিরহাদের। রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান করে দিতে রাজ্যে গড়ে তুলতে চলেছে টেকনিক্যাল ইনস্টিটিউট। তারই প্রস্তুতি হিসাবে সোমবার চেতলার সবজি বাগানের একটি জমি পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকিম। শহর কলকাতায় প্রথম পর্যায়ে গড়ে তোলা হবে এই ধরনের একটি পাঁচতলা বিল্ডিং।
জমি পরিদর্শনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, “বিল্ডিংটি প্রতিটি ফ্লোরে কোথাও নার্সিং ট্রেনিং, কোথাও বা টেকনিক্যাল ট্রেনিং, কোথাও বা হাতে কলমে বিভিন্ন দ্রব্য তৈরি করার তালিম দেওয়া হবে এখানে। এই টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে আগামী দিনে ক্যাম্পাসিং এর মাধ্যমে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় চাকরি পেতে সুবিধা পাবেন ছাত্রছাত্রীরা।“
পাশাপাশি রাজ্যের প্রধান বিরোধী দলকে কটাক্ষ করে বলেন, “মিডিয়া না থাকলে এরা যে বিজেপি দলটির কোন অস্তিত্ব থাকবে না। মিডিয়া আছে বলেই প্রায়ই এ রাজ্যের বিজেপি নেতাদের বিভিন্ন বিষয়ে মুখ দেখানো হয়। এরা যে বিজেপি মানুষের থেকে অনেক আগেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই মিডিয়া বিজেপির পাশ থেকে সরে গেলে আগামী দিনে ওদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।“
আরও পড়ুন – বেঙ্গল সাফারির মুকুটে জুড়ছে আরও এক নয়া পালক
কংগ্রেস দলের চিন্তন শিবিরে প্রসঙ্গে রাহুলের মন্তব্য ঘিরেও এদিন কটাক্ষ করলেন ফিরহাদ। সম্প্রতি ভারতের জাতীয় কংগ্রেসের চিন্তন শিবির নিয়ে রাহুল গান্ধী প্রস্তাব রেখেছেন- এবার থেকে দলে এক পরিবার এক টিকিটের ব্যবস্থা করতে হবে।
এ প্রসঙ্গে ফিরহাদ বলেন, “রাহুল গান্ধী হয়তো এই প্রস্তাবের মাধ্যমে প্রিয়াঙ্কা গান্ধী কেউ আটকাতে চাইছে কিনা বোঝা যাচ্ছে না।“
দুর্গা পিতুরি লেনের যে সমস্ত বাড়ি বিপদজনক অবস্থায় রয়েছে সেগুলি অবিলম্বে ভেঙে ফেলা উচিত। এ বিষয়টি নিয়ে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা ও যাদবপুর ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা বিষয়টি দেখছেন। আগামী দিনে মেট্রো রেলের কাজ এগিয়ে নিয়ে যেতে গেলে আগে বিশেষজ্ঞ টিম এর মাধ্যমে ভূগর্ভস্থ মাটির নিচের ভূ প্রাকৃতিক অবস্থার কথা বিচার-বিশ্লেষণ করে তবেই পুনরায় কাজ চালিয়ে নিয়ে যাওয়া উচিত বলেও এদিন মন্তব্য করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।