
নিজস্ব সংবাদদাতা,নদীয়া,২৪ শে সেপ্টেম্বরঃ অস্ত্রসহ গ্রেপ্তার বিজেপি নেতা ও পঞ্চায়েত সদস্য, ভবেশ মুখার্জি l গোপন সূত্রে পুলিশ খবর পায় গতকাল নদীয়ার নোকারি এলাকা থেকেই সেভেন এমএম পিস্তল সহ ভবেশ মুখার্জিকে গ্রেফতার করে রানাঘাট থানার পুলিশ, আজ তাকে তোলা হয়েছে রানাঘাটে আদালতে যদিও পঞ্চায়েত সদস্য দাবি মিথ্যা অভিযোগে তাকে ফাঁসানো হয়েছে।



















