নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,৭ই সেপ্টেম্বর : গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে সিআইডির এক দল মধ্যমগ্রাম থানার অন্তর্গত শৈলেশনগর ৩ নং গেট বাদুরোড থেকে অস্ত্রসহ দুজন দুষ্কৃতী কে গ্রেফতার করেছে।ধৃতরা হলেন দিলীপ পাসওয়ান ও গঙ্গা মালা তাদের কাছ থেকে অত্যাধুনিক চারটি ৭ এমএম পিস্তল,১০ রাউন্ড গুলি ও ছয়টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
ধৃতদের আজ বারাসাত এসিজেএম এর এজলাসে তোলা হলে বিচারক ৮ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন।তবে ধৃতদের সঙ্গে আর কোনো অস্ত্র কারবারীদের যোগসাযশ আছে কিনা খতিয়ে দেখছে সিআইডি।