নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২১ শে আগস্ট :নিউ টাউনশিপ থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে এক ইঞ্জিনিয়ারিং এর ছাত্র সহ আরও এক যুবককে গ্রেপ্তার করেছে । ধৃতদের নাম সোহম চ্যাটার্জী ও নয়ন দে ওরফে কালু । ধৃতদের কাছ থেকে একটি সিক্স শটার ( কাট্টা ) ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ । সোহম চ্যাটার্জী এম.এ.এম.সির বি -১ এর বাসিন্দা ও নয়ন দে অমরাবতী কলোনীর বাসিন্দা । সোহম ফুলঝোরের একটি বেসরকারী কলেজের এ্যাপ্লাইড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ বর্ষের ছাত্র । ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে ৫ দিনের পুলিশী হেফাজতের আবেদন জানাবে পুলিশ ।
পুলিশ সুত্রের খবর , বেশ কিছুদিন ধরেই এলাকায় বেশ কিছু মানুষকে হুমকি দিয়ে টাকা আদায় করছিল এই দুই যুবক । আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিচ্ছিল , এই খবর পুলিশের কাছে ছিল । তবে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র দেখে হতবাক পুলিশ আধিকারিকগন । সাধারনত এই ধরনের ওয়ান শটার এই অঞ্চলে আগে দেখা যায়নি । ধৃতদের মোবাইলেও নানা ধরনের আগ্নেয়াস্ত্রর ছবি রয়েছে বলে পুলিশ সুত্রের খবর । কোন বড় অপরাধ সংঘটিত করার উদ্দেশ্যেই এরা প্রস্তুত হচ্ছিল বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান । সুত্রের খবর , রাতের দিকে বেশ কিছু বাইরের যুবক এই দুজনের সাথে দেখা করতে আসত । এদের সাথে আরও কোন বড় চক্র জড়িয়ে রয়েছে কিনা , তা খতিয়ে দেখছে পুলিশ । কোনও লোকাল সোর্স মারফৎ এদের কাছে এই ধরনের আগ্নেয়াস্ত্র এসেছে বলে পুলিশ সুত্রের খবর । সেই সোর্স কে , তার সন্ধান চালাচ্ছে পুলিশ ।
ইঞ্জিনিয়ারিং এর ছাত্র সোহম যথেষ্ট মেধাবী । মাধ্যমিকে ৯২ % ও উচ্চমাধ্যমিকে ৮৯ % নম্বর পেয়েছিল সে । এত মেধাবী ছাত্র হয়েও কিভাবে অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়ল সে , এটাও ভাবাচ্ছে পুলিশ আধিকারিকদের । গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় ।