অস্ত্রোপচারের পর ফের বুকে ব্যথা! ছাড়া পেয়েও আবার এসএসকেএম-এর ICU-তে ‘কালীঘাটের কাকু’, সম্প্রতি হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhandra) । বেসরকারি হাসপাতালে ভর্তিও ছিলেন তিনি। মঙ্গলবার আবারও হাসপাতালে ভর্তি করা হল নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রকে (Sujay Krishna Bhandra)। এদিনই তাঁকে বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া হয়েছে বলে সূত্রের খবর। জেলে ফেরার পর ফের বুকে ব্যথা শুরু হয় তাঁর। এরপরই এসএসকেএম (SSKM)-এ নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। সূত্রের খবর, কার্ডিও বিভাগের আইসিইউ (ICU)-কে ভর্তি রয়েছেন সুজয়কৃষ্ণ।
আজ মঙ্গলবার সকালে সেই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। জেল হেফাজতে থাকায় তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় জেলে। সন্ধ্যার দিকে ফের শুরু হয় বুকে ব্যথা। এরপর রাত ৯ টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, সোমবার সকাল থেকে প্রায় ১৮ ঘণ্টা একটানা লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি চালিয়েছে ইডি (ED)। ওই সংস্থাতেই একসময় কাজ করতেন সুজয়কৃষ্ণ (Sujay Krishna Bhandra)। শুধুমাত্র তাঁর অফিস নয়, তাঁর জামাইয়ের ফ্ল্যাটেও তল্লাশি চালিয়েছে ইডি(ED)। মঙ্গলবার সকালে ব্যাগ ভর্তি নথি নিয়ে বেরতে দেখা গিয়েছে ইডি (ED) আধিকারিকদের।
আরও পড়ুন – মমতা সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে আদালতে মামলা সুকান্তর
অসুস্থতা নতুন নয়। ইডি (ED) তাঁকে গ্রেফতার করার কিছুদিন পর থেকেই বুকে ব্যথা শুরু হয় এই অভিযুক্তের। এসএসকেএমে (SSKM) ভর্তি করা হলেও সরকারি হাসপাতালে অস্ত্রোপচারে আপত্তি ছিল তাঁর। এই নিয়ে মামলাও চলে। পরে চিকিৎসকদের কমিটি রিপোর্ট দেয়, যে সুজয়কৃষ্ণের (Sujay Krishna Bhandra) শারীরিক অবস্থা ভাল নয়। ইডি আপত্তি না জানানোয় বেসরকারি হাসপাতালেই অস্ত্রোপচারের বন্দোবস্ত হয় ‘কাকু’র (Sujay Krishna Bhandra)। দিন কয়েক আগে বেসরকারি হাসপাতালে তাঁর হৃদযন্ত্রের অপারেশনও হয়।
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)