অস্থায়ী কর্মী নিয়োগের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করল বালুরঘাট পৌরসভা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের কাজের জন্য অস্থায়ী কর্মী নিয়োগের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করল বালুরঘাট পৌরসভা। বালুরঘাট পৌরসভার কর্তৃক প্রকাশিত ঐ তালিকায় নির্মল সাথী হিসাবে ৪৭ জনের এবং নির্মল বন্ধু হিসাবে ৬১ জনের নাম রয়েছে। উল্লেখ যে বালুরঘাট পৌরসভা চলতি বছরের ১৮-ই আগস্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের কাজে অস্থায়ী দৈনিক মজুরি ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে।
সেই বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে নির্মল সাথী কাজের জন্য একজন কর্মীকে দৈনিক ৩০৩ টাকা এবং নির্মল বন্ধু কাজের জন্য একজন কর্মীকে দৈনিক ২০২ টাকা মজুরি দেওয়া হবে। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর সিলেকশন কমিটির দ্বারা নির্বাচিতদের ট্রেনিং-এর ব্যবস্থা করা হয়েছে, ট্রেনিং শেষে যারা যারা কাজে ইচ্ছুক হবে তারা দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করবে।
আরও পড়ুন – ত্রিকোণ প্রেমের পরিনীতিতেই কি গৃহবধূর মৃত্যু, আতঙ্কিত শহরবাসী
বালুরঘাট পৌরসভা কর্তৃক জানা গেছে আগামী ১৬-ই নভেম্বর বালুরঘাট পৌরসভার সূবর্ণতটে নির্মল সাথী ও নির্মল বন্ধু কাজের জন্য নির্বাচিতদের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে ইচ্ছুকরা কাজে যোগদান করতে পারবে। জানা গেছে নির্বাচিত নির্মল সাথী ও নির্মল বন্ধুদের প্রশিক্ষণ শেষে শহরের বাড়ি বাড়ি থেকে পচনশীল ও অপচনশীল আবর্জনা সংগ্রহ, রিপোটিং, সচেতনতা বৃদ্ধি কাজে লাগানো হবে।
বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন সুডা ও পৌর উন্নয়ন নিগমের নির্দেশক্রমে কর্মী নিয়োগ করা হচ্ছে। তিনি বলেন শহরের রাস্তাঘাট ড্রেনের পরিস্কার পরিচ্ছন্নতার উপরে নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যাতে আরও শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা যায় সেই জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের কাজের জন্য এই কর্মী নিয়োগ।