দুর্ঘটনায় অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। গভীর রাতে কার ফোন পেয়ে তিনি গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তা নিয়ে ধন্দে রয়েছেন পরিবারও। হাওড়ার ফোরশোর রোডে রবিবার গভীর রাতে ওই ঘটনা ঘটে। প্রাইভেট গাড়ি নিয়ে বেরিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় বিকাশ রায় (৩১) নামের ওই যুবকের।
দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটলেও গভীর রাতে তিনি কার ফোন পেয়ে বাড়ি থেকে প্রাইভেট গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তার উত্তর মেলেনি। জানা গেছে, রবিবার রাতে হাওড়ার ফোরশোর রোডে লরির ধাক্কায় মৃত্যু হয় বিকাশের। রাতে বিকাশের কাছে একটি ফোন কল আসে। তারপরই বিকাশ গাড়ি নিয়ে বেরিয়ে যান বলে খবর। কিছুক্ষণ পর পুলিশের ফোন আসে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিকাশের। ঘাতক লরি ধাক্কা মেরে পালিয়ে যায়।
আরও পড়ুন – এই দুর্গে রাত কাটালেই মৃত্যু নিশ্চিত, জানেন কোথায় আছে এই দুর্গ, কি তার রহস্য
প্রাইভেট গাড়িটি একটি দেওয়ালে ধাক্কা মেরে আটকে যায়। চালকের আসনে বসে থাকা বিকাশের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানা যায়। ঘটনার তদন্তে নেমেছে হাওড়া থানার পুলিশ। পরিবারের লোকজন জানান, বিকাশের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। আগামী নভেম্বরে বিয়ের কথাবার্তা হয়েছিল। কিছুদিনের মধ্যে তার দেশের বাড়ি বিহারে যাওয়ার কথা ছিল। পুরো ঘটনায় রহস্য দানা বেঁধেছে। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে হাওড়া থানার তরফ থেকে। মৃতের মামা উত্তম রায় জানান, আমি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে থাকি।
রাতে ফোন পাই। শুনি আমার ভাগ্না মারা গেছে। নভেম্বরে ওর বিয়ে ছিল। আশীর্বাদ হয়ে গেছে। বিহারে গিয়ে ওর পাকা কথা হয়ে গেছে। ওর বোন বলল, দাদা রাতে ১১টার পরে খেয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুমানোর পর কি করে ও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল আমাদের সন্দেহ তো একটা লাগছেই। ওর কাছে রাতে একটা ফোন আসে। ফোনে কথা বলার পরেই সে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অত রাতে ওর বেরনোর দরকার ছিলনা। ও যদি গাড়ি না বের করতো তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। অস্বাভাবিক মৃত্যু