অ্যাটলির নতুন প্যান-ইন্ডিয়া ছবি ‘AA22xA6’-এ আল্লু অর্জুন ও দীপিকা পাডুকোনের প্রথম জুটি

অ্যাটলির নতুন প্যান-ইন্ডিয়া ছবি ‘AA22xA6’-এ আল্লু অর্জুন ও দীপিকা পাডুকোনের প্রথম জুটি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বলিউড – দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন পরিচালক অ্যাটলির নতুন প্যান-ইন্ডিয়া ছবি ‘AA22xA6’-এ। ছবিটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ছবির শুটিং শুরু হবে শিগগিরই, যেখানে দীপিকা টানা ১০০ দিনের শিডিউল বরাদ্দ করেছেন। ‘পিঙ্কভিলা’-র এক সূত্র জানিয়েছে, দীপিকা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন এবং নভেম্বর ২০২৫ থেকে শুটিংয়ে যোগ দেবেন। ছবিতে থাকছে নাটকীয় ও অ্যাকশন দৃশ্য, যেখানে দীপিকাকে দেখা যাবে এক নতুন রূপে।

ছবিতে দীপিকা পাডুকোন একজন যোদ্ধার চরিত্রে অভিনয় করবেন। তাঁর জন্য বিশেষ পোশাক ও অস্ত্রের ডিজাইন তৈরি করা হচ্ছে। আরও জানা গেছে, এই ছবিতে আল্লু অর্জুন ও দীপিকা দু’জনেই একাধিক চরিত্রে অভিনয় করবেন, যা গল্পের মূল চমক হিসেবে ধরা হচ্ছে।

বড় বাজেটের এই ছবির শুটিং চলবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত এবং ছবিটি মুক্তি পেতে পারে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে। আল্লু অর্জুন এই ছবিকে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রকল্প হিসেবে দেখছেন এবং সম্পূর্ণ সময় এই ছবির জন্য বরাদ্দ করেছেন।

অ্যাটলির সঙ্গে আল্লু অর্জুনের এটি প্রথম কাজ। এর আগে অর্জুন শেষ করেছেন তাঁর বহুল আলোচিত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’-এর শুটিং, যেখানে তাঁর ‘পুষ্পা রাজ’ চরিত্র ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।

এদিকে, দীপিকা পাডুকোন মা হওয়ার পর ‘কিং’ এবং অ্যাটলির এই ছবির মাধ্যমে ফের ক্যামেরার সামনে ফিরছেন। ২০২৬ সালের শেষের দিকে তিনি এই দুটি ছবির কাজ একসঙ্গে সামলাবেন।

অন্যদিকে, আল্লু অর্জুনের হাতে রয়েছে আরও বড় কিছু প্রকল্প। তিনি কাজ করবেন ত্রিভিক্রম শ্রীনিবাসের সোশিও-পৌরাণিক ফ্যান্টাসি ছবি এবং বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ৩’-তেও তাঁকে দেখা যাবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top