রাজ্য – অ্যান্টি র্যাগিং কমিটি গঠনে গাফিলতির অভিযোগে দেশের ৮৯টি বিশ্ববিদ্যালয়কে শোকজ নোটিশ পাঠাল ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (UGC)। ছাত্রছাত্রীদের সম্মতি ছাড়াই এই কমিটি গঠনের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির বিরুদ্ধে। ইউজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বহুবার নির্দেশিকা পাঠানো হলেও তা মানা হয়নি এবং ইউজিসিকে মতামত বা আপত্তিও জানানো হয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে।
শোকজ তালিকায় পশ্চিমবঙ্গের আটটি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে রয়েছে—আইআইটি খড়গপুর, শিবপুর আইআইইএসটি, আইএসআই বরানগর, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় (বারাসাত), আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় ও বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় (বোলপুর)। ইউজিসি কড়া ভাষায় সতর্ক করেছে, ভবিষ্যতে নিয়ম না মানলে কেন্দ্রীয় অনুদান বন্ধসহ প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
