দক্ষিণ 24 পরগণা – অ্যাম্বুলেন্স সময়মতো না আসায় অকালে ঝরে গেল এক তরুণীর প্রাণ। ফরাক্কার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সদ্য সন্তানের জন্ম দেওয়া এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া ও ক্ষোভের ঢেউ। অভিযোগ, দেড় ঘণ্টা অপেক্ষা করেও মেলেনি অ্যাম্বুলেন্স, ফলে হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয় তাঁর।
রবিবার সকালে প্রসব যন্ত্রণা নিয়ে ফরাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন জামিলা খাতুন নামে এক প্রসূতি। সেখানেই তিনি এক শিশুর জন্ম দেন। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকেরা দ্রুত তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করেন। কিন্তু সেই মুহূর্তে হাসপাতালের তরফে অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি।
মৃতার কাকা বরজাহান আলি জানান, “আমরা বারবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু কেউ সাহায্য করেনি। প্রায় দেড় ঘণ্টা পরে বাধ্য হয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করি। কিন্তু জঙ্গিপুর যাওয়ার পথেই মারা যায় জামিলা।”
এরপর মৃতদেহ নিয়ে পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন এবং ফরাক্কা হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফরাক্কা হাসপাতালের মেডিক্যাল অফিসার সামিম হোসেন বলেন, “অ্যাম্বুলেন্স সময় মতো পৌঁছলে হয়তো প্রাণে বেঁচে যেতেন প্রসূতি।” ঘটনার পর থেকে হাসপাতাল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, এবং স্থানীয় মানুষও দাবি তুলেছেন সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির।
