Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
Death by acid attack! Ghatal court sentenced after 18 years!

অ্যাসিড হামলায় মৃত্যু! টানা ১৭ বছর পর সাজা ঘোষণা করলো ঘাটাল আদালত!

অ্যাসিড হামলায় মৃত্যু! টানা ১৭ বছর পর সাজা ঘোষণা করলো ঘাটাল আদালত!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
অ্যাসিড

অ্যাসিড হামলায় মৃত্যু! টানা ১৭ বছর পর সাজা ঘোষণা করলো ঘাটাল আদালত! প্রায় তিন দশক পর অবশেষে বুধবার সাজা হলো অভিযুক্তদের! চার অভিযুক্তের সাজার জন্য দিন গুনেছিলো দাসপুরের রতন সামন্তের পরিবার। ২০০৪ সালের পর এই ২০২১-এ এসে মিলল আদালতের রায়। পশ্চিম মোদিনীপুরের দাসপুরের বড় শিমুলিয়া গ্রামে রতন সামন্তের উপরে অ্যাসিড হামলা চালিয়েছিল তার ৪ প্রতিবেশী। সম্পত্তি নিয়ে বিবাদ এই আকার নেবে তা ভাবতেই পারেনি রতনবাবুর আত্মীরা।

 

২০০৪ সালের ২২ জানুয়ারি অ্যাসিডের আঘাতে রতনবাবুর মুখ, বুক, চোখ, মাথা ঝলসে যায়। সঙ্গে সঙ্গেই তাঁকে প্রথমে ঘাটাল হাসপাতালে ও পরে কলকাতায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই টানা ২০ দিনের লড়াইয়ের পর মৃত্যু হয় রতন সামন্তের।সেই  ঘটনায় পুলিস ভারতীয় দণ্ডবিধি ৩২৬, ৩০৮, ৩০৪ ও ৩৪ নম্বর ধারায় চার্জশিট পেশ করে নন্দ সামন্ত ও তার স্ত্রী শ্যামলী সামন্ত,স্বদেশ সামন্ত ও তার স্ত্রী নমিতা সামন্তের বিরুদ্ধে।

 

এই মামলার ২০০৫ সালে ১৮ নভেম্বর চার্জশিট পেশ করা হয়। অবশেষে সেই মামলার বুধবার চূড়ান্ত রায় ঘোষণা করল ঘাটাল মহকুমা আদালত।নন্দ সামন্ত ও শ্যামলীর যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা ২০ হাজার টাকা জরিমানা হয়েছে। নমিতা সামন্ত ও স্বদেশ সামন্তর ৫ বছর জেল ও ৫ হাজার টাকা জরিমানা হয়েছে।এদিন দাসপুর থানার পুলিস অভিযুক্ত ৪ জনকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করে। কিছুদিন আগেই আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে আজ তাদের সাজা ঘোষণা হয়।

 

আর ও পড়ুন    কলকাতা পুরসভার মেয়র হলেন ফিরহাদ হাকিম

 

উল্লেখ্য, অ্যাসিড হামলায় মৃত্যু! টানা ১৭ বছর পর সাজা ঘোষণা করলো ঘাটাল আদালত! প্রায় তিন দশক পর অবশেষে বুধবার সাজা হলো অভিযুক্তদের! চার অভিযুক্তের সাজার জন্য দিন গুনেছিলো দাসপুরের রতন সামন্তের পরিবার। ২০০৪ সালের পর এই ২০২১-এ এসে মিলল আদালতের রায়। পশ্চিম মোদিনীপুরের দাসপুরের বড় শিমুলিয়া গ্রামে রতন সামন্তের উপরে অ্যাসিড হামলা চালিয়েছিল তার ৪ প্রতিবেশী। সম্পত্তি নিয়ে বিবাদ এই আকার নেবে তা ভাবতেই পারেনি রতনবাবুর আত্মীরা।২০০৪ সালের ২২ জানুয়ারি অ্যাসিডের আঘাতে রতনবাবুর মুখ, বুক, চোখ, মাথা ঝলসে যায়। সঙ্গে সঙ্গেই তাঁকে প্রথমে ঘাটাল হাসপাতালে ও পরে কলকাতায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

সেখানেই টানা ২০ দিনের লড়াইয়ের পর মৃত্যু হয় রতন সামন্তের।সেই  ঘটনায় পুলিস ভারতীয় দণ্ডবিধি ৩২৬, ৩০৮, ৩০৪ ও ৩৪ নম্বর ধারায় চার্জশিট পেশ করে নন্দ সামন্ত ও তার স্ত্রী শ্যামলী সামন্ত,স্বদেশ সামন্ত ও তার স্ত্রী নমিতা সামন্তের বিরুদ্ধে। এই মামলার ২০০৫ সালে ১৮ নভেম্বর চার্জশিট পেশ করা হয়। অবশেষে সেই মামলার বুধবার চূড়ান্ত রায় ঘোষণা করল ঘাটাল মহকুমা আদালত।নন্দ সামন্ত ও শ্যামলীর যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা ২০ হাজার টাকা জরিমানা হয়েছে। নমিতা সামন্ত ও স্বদেশ সামন্তর ৫ বছর জেল ও ৫ হাজার টাকা জরিমানা হয়েছে।এদিন দাসপুর থানার পুলিস অভিযুক্ত ৪ জনকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করে। কিছুদিন আগেই আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে আজ তাদের সাজা ঘোষণা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top