আইএনটিটিইউসির উদ্যোগে শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ঝাড়গ্রামের জিতুশোল এলাকায় সভার আয়োজন। ঝাড়গ্রাম গ্রামীণ ব্লক INTTUC র উদ্যোগে বুধবার ঝাড়গ্রাম ব্লকের জিতুশোল রশ্মি স্পঞ্জ আয়রন কারখানায় শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সভা ও মিছিল এর আয়োজন করা হয়। আগামী সাত দিনের মধ্যে শ্রমিকদের দাবি গুলি পূরণ না হলে ওই কারখানা কতৃপক্ষের কাছে শ্রমিকদের দাবীগুলি নিয়ে ডেপুটেশন দেওয়া হবে বলে প্রকাশ্য সভায় জানান আই এন টি টি ইউ সি র ঝাড়গ্রাম জেলার সভাপতি মহাশীষ মাহাতো।
সেই সঙ্গে তিনি বলেন শ্রমিক বিরোধী কোন কাজ বরদাস্ত করা হবে না। রাজ্য সরকারের শ্রম দফতর এর নিয়ম মেনে শ্রমিকদের প্রয়োজনীয় মজুরি সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হবে। তিনি আশা করেন ওই কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি গুলি সহানুভূতির সঙ্গে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
রশ্মি স্পঞ্জ আয়রন কারখানার শ্রমিকদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন INTTUCর ঝাড়গ্রাম জেলার সভাপতি মহাশীষ মাহাতো, ঝাড়গ্রাম গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন মাহাতো, INTTUC ঝাড়গ্রাম গ্রামীণ ব্লক সভাপতি অমিত শ্রীবাস্তব, রথীন মাহাত, ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা অমিয় মাহাতো, নন্দলাল মাহাতো, বুদ্ধেশ্বর মাহাতো,লক্ষণ মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের সভাপতি নারেন মাহাতো বলেন দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় এর নির্দেশে মেনে তিনি ওই সভায় উপস্থিত শ্রমিকদের কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন – তথ্য চিত্রের মাধ্যমে ভারতের মুক্তি সংগ্রাম ও বাংলার ভূমিকার প্রদর্শনী
উল্লেখ্য, আইএনটিটিইউসির উদ্যোগে শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ঝাড়গ্রামের জিতুশোল এলাকায় সভার আয়োজন। ঝাড়গ্রাম গ্রামীণ ব্লক INTTUC র উদ্যোগে বুধবার ঝাড়গ্রাম ব্লকের জিতুশোল রশ্মি স্পঞ্জ আয়রন কারখানায় শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সভা ও মিছিল এর আয়োজন করা হয়। আগামী সাত দিনের মধ্যে শ্রমিকদের দাবি গুলি পূরণ না হলে ওই কারখানা কতৃপক্ষের কাছে শ্রমিকদের দাবীগুলি নিয়ে ডেপুটেশন দেওয়া হবে বলে প্রকাশ্য সভায় জানান আই এন টি টি ইউ সি র ঝাড়গ্রাম জেলার সভাপতি মহাশীষ মাহাতো।