আইন নিজের হাতে তুলে নিলে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা ফিরহাদের। বীরসা মুন্ডা ১৪৭ তম জন্মদিনে বীরভূমের বুকে বোমা বিস্ফোরণের ঘটনায় এবার কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সাফ জানিয়ে দিলেন, কেউ যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে তাহলে প্রশাসনও তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে।
সেখানে রাজনীতির রঙ বিচার করা হবে না। উল্লেখ,বীরভূম জেলার সিউড়ি সদর মহকুমার সাঁইথিয়া ব্লকের ফুলুর গ্রাম পঞ্চায়েতের বহরাপুর গ্রামে সোমবার রাতে বোমাবাজির ঘটনায় এক যুবকের একটি পা উড়ে গিয়েছে। ঘটনায় জখম হয়েছে আরও দুই নাবালক। মঙ্গলবার সকালেও গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ লাগে। চলে মুড়ি মুড়কির মতো বোমাবাজি। রাস্তাঘাটে সেই সব বোমার অধিকাংশই না ফাটা অবস্থায় পড়ে রয়েছে।
এদিন সকাল থেকেই সেই গ্রামে গিয়ে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে পুলিশ শতাধিক বোমা উদ্ধার করেছে। বোম্ব স্কোয়াড গিয়ে এদিন সেই বোমা নিরাপদে ফাটিয়ে বিপদ কমানোর কাজ শুরু করেছে। সেই সঙ্গে বোমাবাজির জেরে পুলিশ এখনও পর্যন্ত ১২জন যুবককে গ্রেফতার করে সিউড়ি মহকুমা আদালতে পেশ করেছেজানা গিয়েছে, বহরাপুর গ্রামে ২টি গোষ্ঠীর বসবাস। একটির মাথা সাবের আলি, অন্যটির মাথা তুষার মণ্ডল। এদের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। দুই নেতারই অনুগামীদের মধ্যে ঝামেলা হয়েছে বহুবার।
আরও পড়ুন – কয়লা পাচার ও বেআইনিভাবে মজুতের অভিযোগে বীরভূমে গ্রেফতার ৬
সোমবার বিকাল থেকেই এই দুই গোষ্ঠীর মধ্যে আবারও বিবাদ বাঁধে। তার জেরে সন্ধ্যা থেকে রাতভর দফায় দফায় চলে ওই গ্রামের মধ্যে বোমাবাজি। তার জেরেই গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে গ্রাম ছাড়তে শুরু করেন। ওই ঘটনার জেরে বিরোধীরা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে বলে বিরোধিরা শোরগোল তোলায় এদিন পাল্টা বার্তা দিলেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, ‘এটা একটা গ্রামীণ বিবাদ বলে শুনেছি। গ্রামের মধ্যে বিবাদ থাকেই। জমিজমা, ধান এসব নিয়ে বিবাদ হয়। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আর অ্যান্টি সোশ্যাল তো অ্যান্টি সোশ্যালই হয়।
তাদের কোনও দলও হয় না, কোনও জাত হয় না। পুলিশ সক্রিয়ভাবে অনেককেই গ্রেফতার করেছে। যে আইন হাতে তুলবে, সে ভুগবে। মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়ে দিয়েছেন। এসব নিয়ে বিরোধীরা রাজনীতি করে কোনও লাভ নেই। এ ঘটনা প্রসঙ্গে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, ‘গতকালের বিবাদের আধঘণ্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। এখনও অবধি ১২জনকে গ্রেফতার করা হয়েছে।
কিছু সুতলি বোমা আমরা উদ্ধার করেছি ঘটনাস্থল থেকে। গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে। তল্লাশি চলেছে গ্রামে। বেশ কিছু জায়গা থেকে নতুন করে বোমা উদ্ধারও হয়েছে।সামনে পঞ্চায়েত নির্বাচন , দলের নেতাকর্মীদের পরিষ্কার করে বলে দেয়া হয়েছে উত্তেজনামূলক কথাবার্তা না বলার জন্য। যদি দলের কেউ নির্দেশ অমান্য করে হিংসা মুলক কথাবার্তা বা বক্তব্য বলে সেক্ষেত্রে দল করা অবস্থান নেবে সেই নেতার বিরুদ্ধে।