আইপিএলের সবচেয়ে দামি বিদেশি ক্যামেরন গ্রিন, নিলামের পরদিনই টেস্টে শূন্য রান

আইপিএলের সবচেয়ে দামি বিদেশি ক্যামেরন গ্রিন, নিলামের পরদিনই টেস্টে শূন্য রান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটারের তকমা এখন ক্যামেরন গ্রিনের দখলে। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারকে মিনি নিলামে রেকর্ড ২৫ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে নিলামের উচ্ছ্বাস কাটতে না কাটতেই হতাশা নিয়ে মাঠ ছাড়লেন গ্রিন। অ্যাসেজ সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি রানের খাতাই খুলতে পারেননি।

অ্যাসেজের প্রথম দু’টি টেস্টে জয় পেয়ে সিরিজে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ওভালে তৃতীয় টেস্ট জিতলেই সিরিজ নিশ্চিত করার সুযোগ ছিল তাদের সামনে। এই ম্যাচে স্টিভ স্মিথ না খেলায় সব নজর ছিল ক্যামেরন গ্রিনের দিকে। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র দুই বল খেলেই শূন্য রানে আউট হন তিনি। জোফ্রা আর্চারের বলে ব্রাইডন কার্সের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় নতুন নাইটকে।

গ্রিনের এই ব্যর্থতার পর স্বাভাবিকভাবেই নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। টেস্ট ক্রিকেটেই শুধু নয়, টি-টোয়েন্টি ফরম্যাটেও সাম্প্রতিক সময়ে সেভাবে ছন্দে নেই অজি অলরাউন্ডার। তাঁর শেষ অর্ধশতরান এসেছিল প্রায় ছয় মাস আগে, যা নিয়ে প্রশ্ন উঠছে ফর্ম নিয়ে।

তবে একাধিক বিশেষজ্ঞের মতে, গ্রিনের ক্ষমতা নিয়ে সন্দেহের জায়গা নেই। ব্যাট হাতে ম্যাচের মোড় ঘোরানোর পাশাপাশি দরকারে মিডিয়াম পেসে বল করতেও পারেন তিনি। বয়স কম হওয়ায় ভবিষ্যতের দিক থেকেও তাঁকে বিনিয়োগ হিসেবে দেখছে কেকেআর শিবির।

মিনি নিলামের শুরু থেকেই ক্যামেরন গ্রিনের জন্য ঝাঁপিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথম দিকে রাজস্থান রয়্যালস লড়াইয়ে থাকলেও আসল টক্কর হয় চেন্নাই সুপার কিংস ও কেকেআরের মধ্যে। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লক্ষ টাকার দর হাঁকিয়ে তাঁকে দলে নেয় নাইটরা।

যদিও এই পুরো অর্থ গ্রিনের হাতে যাবে না। জানা গিয়েছে, তিনি পাবেন ১৮ কোটি টাকা। বাকি অর্থ যাবে বিসিসিআইয়ের প্লেয়ার্স ওয়েলফেয়ার ফান্ডে। তবু এত বড় অঙ্কে তাঁকে দলে নিতে পেরে সন্তুষ্ট কেকেআর কর্তৃপক্ষ। নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর জানিয়েছেন, নির্ধারিত সীমার মধ্যেই পছন্দের ক্রিকেটারকে দলে নিতে পেরেছে তারা, আর সেটাই তাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top