আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় বাড়ি ফিরে কি করছেন ধোনি ?

আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় বাড়ি ফিরে কি করছেন ধোনি ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, ২০ মে ২০২১ :করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আইপিএল স্থগিত ঘোষণা করা হয়েছে. আর তাই ফের রাঁচিতে নিজের শহরে ফিরে এসেছেন এমএস ধোনি । আর এবার বাড়ি ফেরার পর ধোনি কি করছেন সেটাই তুলে ধরলেন ধোনির স্ত্রী।

ধোনির স্ত্রী সাক্ষী একটি ভিডিয়ো শেয়ার করেছেন ইনস্টাগ্রামে, যা দেখে ধোনির ভক্তরা ফের একবার আনন্দে মেতে উঠেছেন। ভিডিও-তে দেখা যাচ্ছে ধোনি নিজের বিরাট ফার্মহাউসের লনে তাঁর প্রিয় সারমেয়দের সঙ্গে খেলছেন। যদিও তাঁর গায়ে চেন্নাইয়ের প্র্যাকটিস জার্সিই রয়েছে।উল্লেখ, ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এবার ২ নম্বরে ছিল সিএসকে। ঠিক দিল্লি ক্যাপিটালসের পরেই। এই মরসুমে চেন্নাই এক্সপেসের দৌড় দেখে মনে হচ্ছিল ফের একবার ধোনি অ্যান্ড কোং কিছু ম্যাজিক দেখাতে চলেছে। যদিও করোনার জন্য স্থগিত হয়ে গিয়েছে আই পি, তবে এলচেন্নাই সুপার কিংসের অধিনায় দলের মধ্যে সবার শেষে বাড়ি ফিরেছেন।ধোনি জানিয়েছিলেন, টিমের সবাই না-ফেরা পর্যন্ত তিনি হোটেলেই থাকবেন, সবার পরে তিনি ফিরবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top