আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে ইডির বড় আর্জি: ডিজিপি, কলকাতা পুলিশ কমিশনার ও ডিসিপিকে সাসপেন্ডের নির্দেশ চেয়ে আবেদন

আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে ইডির বড় আর্জি: ডিজিপি, কলকাতা পুলিশ কমিশনার ও ডিসিপিকে সাসপেন্ডের নির্দেশ চেয়ে আবেদন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – আইপ্যাক মামলায় কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাজে বাধা দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বড়সড় আর্জি জানাল ইডি। পশ্চিমবঙ্গের ডিজিপি রাজীব কুমার, কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা এবং দক্ষিণ কলকাতার ডিসিপি প্রিয়ব্রত রায়কে সাসপেন্ড করার নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে সংস্থার তরফে। এদিন সুপ্রিম কোর্টে শুনানি শুরুর সঙ্গেই এই আবেদন দাখিল করা হয়।
প্রসঙ্গত, গত সপ্তাহে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাকের কলকাতা অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। কয়লা পাচার মামলার তদন্তে এই অভিযান চলাকালীনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসে হাজির হন। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের একাধিক শীর্ষ নেতা।
ইডির অভিযোগ, তল্লাশির সময় মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতৃত্বের উপস্থিতির ফলে কেন্দ্রীয় সংস্থার কাজে বাধা সৃষ্টি হয়। এমনকি কিছু গুরুত্বপূর্ণ নথি সরিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে। এই ঘটনাকেই তদন্তে বাধা দেওয়ার শামিল বলে দাবি করেছে ইডি।
এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি পি কে মিশ্র ও বিপুল পাঞ্চোলির এজলাসে মামলাটির শুনানি শুরু হয়েছে। ইডির পক্ষ থেকে আদালতে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা শীর্ষ পুলিশ আধিকারিকদের ভূমিকাই তদন্তে বাধা সৃষ্টি করেছে, সেই কারণেই তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, একই ঘটনা নিয়ে ইডি ও তৃণমূল কংগ্রেসের তরফে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল। বুধবার সেই মামলায় তৃণমূলের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। এরপরই বিষয়টি সুপ্রিম কোর্টে গড়াল এবং ইডির তরফে এই সাসপেনশনের আর্জি সামনে এল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top