নিউজ ডেস্কঃ বুধবার ২০ তম আইফা অ্যাওয়ার্ডে বসেছিল চাঁদের হাট। আইফা মঞ্চে দাপালেন ভিকি-ক্যাটরিনা-রণবীর। অন্যদিকে আইফার অধিকারী হল আয়ুষ্মাণ খুরানার অন্ধাধুন। সেরা ছবির শিরোপা পেল আলিয়া ভাট অভিনীত রাজি।
সেরা ছবি- রাজি
সেরা গল্প- অন্ধাধুন
সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (রাজি)
সেরা অভিনেতা- রণবীর সিং (পদ্মাবৎ)
সেরা পরিচালক- শ্রীরাম রাঘবন (অন্ধাধুন)
সেরা পার্শ্ব চরিত্র (অভিনেত্রী)- অদিতি রায় হায়দারি (পদ্মাবৎ)
সেরা পার্শ্বচরিত্র (অভিনেতা)- ভিকি কৌশল (সঞ্জু)
সেরা নবাগত অভিনেতা- ঈশান খট্টর (ধড়ক)
সেরা নবাগতা অভিনেত্রী- সারা আলি খান (কেদারনাথ)
লাইফটাইম অ্যাচিভমেন্ট- কমেডিয়ান জগদীপ
শেষ ২০ বছরের সেরা অভিনেত্রী- দীপিকা পাডুকোন
শেষ ২০ বছরের সেরা অভিনেতা- রণবীর কাপুর
সেরা সঙ্গীত- প্রীতম
শেষ ২০ বছরে পরিচালক হিসেবে সেরা কাজ- রাজকুমার হিরানী (সঞ্জু)
শেষ ২০ বছরে সেরা ছবি- কহো না পেয়ার হ্যায়
সেরা গীতিকার- অমিতাভ ভট্টাচার্য (ধড়ক)
সেরা প্লেব্যাক গায়ক- অরিজিৎ সিং (অ্যায় বতন, রাজি)
সেরা প্লেব্যাক গায়িকা- হর্ষদীপ কওর (দিলবারো, রাজি)
সেরা সঙ্গীত- সোনু কি তিত্তু কি সুইটি