খেলা – ভেঙ্কটেশ আইয়ারের মঞ্চে তাণ্ডব বৈভব অরোরার। সানরাইজার্স হায়দরাবাদের তিন সেরা ব্যাটারকে ফিরিয়ে ২৩.৭৫ কোটির তারকার থেকে ম্যাচের নায়কের পুরস্কার ছিনিয়ে নিলেন নাইট পেসার। প্রথম একাদশে ছিলেন না। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে দলকে জয়ে ফেরালেন। আইপিএলের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইন আপকে গুঁড়িয়ে দিলেন।
