আইসোলেশন ওয়ার্ডে পরিণত করতে কি কি পরিবর্তন আনা হল ট্রেনের বগিতে! জেনে নিন

আইসোলেশন ওয়ার্ডে পরিণত করতে কি কি পরিবর্তন আনা হল ট্রেনের বগিতে! জেনে নিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৯ মার্চ, ক্রমশ বেড়েই চলেছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা।আর এই সংক্রমণের কথা মাথায় রেখে ট্রেনের ২৮টি বগি আইসোলেশন ওয়ার্ডে বদলানো হয়েছে। দরকারে তিন লক্ষ আইসোলেশন ওয়ার্ড বানানোর কথা জানাল রেলওয়ের তরফ থেকে।২৮ টি নন এসি কোচকে আইসোলেশন ওয়ার্ড বানানো হয়েছে।জগাধরি ওয়ার্কশপে পাঁচ আর AMV তে পাঁচটি বগিকে আইসোলেশন ওয়ার্ড বানানো হয়েছে। দুটি ওয়ার্কশপ প্রোটোটাইপ কোচ ফাইনাল স্টেজে আছে।

করোনা সংক্রমণ রুখতে আরও ২৮টি কোচকে ১০ দিনের মধ্যে প্রস্তুত করা হবে।বসার জায়গা থেকে শুরু করে বাথরুম সবকিছুকেই বদলানো হচ্ছে।প্রতিটি কোচের শেষ পার্টিশনের দরজা সরিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান স্টাইল টয়লেটকে বাথিং রুমে বদলানো হচ্ছে।টয়লেটে প্রয়োজনীয় যাবতীয় জিনিস যেমন- বালতি, মগ আর শোপ ডিস রাখা হয়েছে। এছাড়াও মিডিল বার্থকে খুলে দেওয়া হয়েছে।কোচের উপরের বার্থে ওঠার জন্য লাগানো সিঁড়ি খুলে সেখানে মেডিকেল ইকুইপমেন্ট রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি কেবিনে লাগানো হচ্ছে প্ল্যাস্টিক পর্দাও।রেলযাত্রীদের সেফটির জন্যই এই নয়া পদক্ষেপ নিচ্ছে রেলওয়ের তরফে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top