নদীয়া – আগে বেটিং চালাতো স্বীকার ধৃত পান্ডার।ধৃতের কাছ থেকে মোবাইল উদ্ধারনদীয়ার কল্যানী থানার ভুট্টা বাজার এলাকা থেকে গ্রেপ্তার। ধৃতের নাম সিকান্দর মাহাতো। পুলিশ সূত্রে খবর, ধৃত দীর্ঘদিন ধরেই অনলাইন আইপিএল জুয়া চালাতো।
এর আগেও কয়েকজনকে গ্রেপ্তার করে কল্যানী থানার পুলিশ।
ধৃতের বিরুদ্ধে বিএনএস ১১২ ও গ্যাম্বলিং এক্ট ৩/৪ ধারায় মামলা রুজু করে পুলিশ।
ধৃতকে আজ কল্যানী আদালতে পেশ করা হচ্ছে।
