কলকাতা – আই-প্যাক (I-PAC) সংক্রান্ত মামলায় বড়সড় স্বস্তি পেলেন পশ্চিমবঙ্গের পুলিশ মহানির্দেশক রাজীব কুমার এবং রাজ্য সরকার। এই মামলার শুনানি সুপ্রিম কোর্টে না হয়ে কলকাতা হাইকোর্টেই চলবে— এমনই স্পষ্ট ইঙ্গিত মিলেছে শীর্ষ আদালতের পর্যবেক্ষণে। ফলে রাজ্য প্রশাসনের পক্ষে এটি একটি গুরুত্বপূর্ণ স্বস্তির খবর বলেই মনে করা হচ্ছে।
সুপ্রিম কোর্টে মামলার শুনানির সময় রাজ্য সরকার ও ডিজিপি রাজীব কুমারের পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী মনু সিংভি। তিনি প্রশ্ন তোলেন, কোন যুক্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। সিংভির যুক্তি, অত্যন্ত ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সরাসরি দেশের শীর্ষ আদালতে মামলা করতে পারে না। যখন অন্য কোনও আইনি পথ খোলা থাকে না, তখনই কেবল সেই সুযোগ প্রযোজ্য হয়।
মনু সিংভি আদালতকে জানান, এই সংক্রান্ত মামলা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। সেই পরিস্থিতিতে ইডির সরাসরি সুপ্রিম কোর্টে আসা যুক্তিসঙ্গত নয়। তিনি এই পদক্ষেপকে ‘ফোরাম শপিং’ বলে উল্লেখ করেন এবং মামলার গ্রহণযোগ্যতা নিয়েই তীব্র আপত্তি জানান।
আইনজীবীর সওয়ালে স্পষ্ট করে বলা হয়, যখন হাইকোর্টে বিচার প্রক্রিয়া চলমান, তখন সেই আদালতকেই বিষয়টি নিষ্পত্তির সুযোগ দেওয়া উচিত। শেষ পর্যন্ত মামলাটি ফের কলকাতা হাইকোর্টেই পাঠানোর পক্ষেই জোরালো সওয়াল করা হয়। আদালতের পর্যবেক্ষণ থেকেও ইঙ্গিত মিলেছে, এই মামলার শুনানি হাইকোর্টেই হওয়াই যুক্তিসঙ্গত।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজ্য প্রশাসনের মতে, আইনি প্রক্রিয়া মেনেই বিষয়টির নিষ্পত্তি হওয়া উচিত এবং অযথা সুপ্রিম কোর্টকে চাপের মধ্যে ফেলার চেষ্টা করা ঠিক নয়।



















