আই-প্যাক মামলার শুনানিতে কড়া নজর কলকাতা হাই কোর্টের, কোর্টরুমে প্রবেশে কড়াকড়ি ও লাইভ স্ট্রিমিংয়ের সিদ্ধান্ত

আই-প্যাক মামলার শুনানিতে কড়া নজর কলকাতা হাই কোর্টের, কোর্টরুমে প্রবেশে কড়াকড়ি ও লাইভ স্ট্রিমিংয়ের সিদ্ধান্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে তীব্র আলোচনার কেন্দ্রে রয়েছে আই-প্যাক সংক্রান্ত ইডি তল্লাশি। সেই তল্লাশির সময় ঘটে যাওয়া অরাজকতার ঘটনা গড়ায় কলকাতা হাই কোর্টে। ইডি ও তৃণমূল কংগ্রেস একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করে। তবে গত শুক্রবার মামলার শুনানির সময় এজলাসে হইচই ও বিশৃঙ্খলার জেরে শুনানি মাঝপথেই বন্ধ হয়ে যায়। আজ ফের সেই মামলার শুনানি হচ্ছে হাই কোর্টে।
আগের দিনের অভিজ্ঞতা মাথায় রেখেই এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা হাই কোর্ট। ইডি ও তৃণমূল কংগ্রেস সংক্রান্ত মামলার শুনানি যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য কোর্টরুমে প্রবেশের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে মামলার শুনানি হওয়ার কথা।
হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, এই মামলার শুনানিতে শুধুমাত্র সংশ্লিষ্ট সব পক্ষের আইনজীবীদেরই কোর্টরুমে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আইনজীবী ছাড়া অন্য কোনও ব্যক্তি, রাজনৈতিক নেতা বা সাধারণ দর্শক—কেউই এজলাসে প্রবেশ করতে পারবেন না। এই বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা জারি করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল।
একই সঙ্গে আদালতের তরফে জানানো হয়েছে, মামলার শুনানি লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সম্প্রচার করা হবে। যাঁরা শুনানি দেখতে বা শুনতে আগ্রহী, তাঁরা ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হতে পারবেন। রেজিস্ট্রার জেনারেলের জারি করা বিজ্ঞপ্তিতে এই বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। আদালত সূত্রে খবর, হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অনুমতি সাপেক্ষেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে আই-প্যাক মামলায় রাজ্যের বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একটি মামলা দায়ের করেছে ইডি নিজে, অন্য মামলাটি করেছেন ইডির তিন জন আধিকারিক। তবে হাই কোর্টের রায় ঘোষণার পরেই সুপ্রিম কোর্টে এই মামলাগুলির শুনানি শুরু হবে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে আই-প্যাক কাণ্ড ঘিরে রাজ্য রাজনীতির পাশাপাশি বিচারব্যবস্থাতেও উত্তেজনা তুঙ্গে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top