হাতির আক্রমনে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী থানার বুড়ি আঙ্গারিয়া এলাকায়। মৃতের নাম লক্ষী সরেন ( ৫২)। স্থানীয় সুত্রে জানা গেছে রবিবার দুপুরে সোনামুখী রেঞ্জ এলাকায় বুড়ি আঙ্গারী গ্রামের বাসিন্দা লক্ষী সরেন অনেকের সাথে মাঠে ধান কাটছিলেন। সেই সময় স্থানীয় জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি ধান জমিতে ঢুকে পড়ে।
হাতি দেখে অনেকেই পালিয়ে গেলেও যেতে পারেননি লক্ষী দেবী। সেই সময় দাঁতাল হাতিটি তাঁকে সামনে পেয়ে বুকের উপরে পা দিয়ে আক্রমন করে। এরপরে হাতি চলে গেলে স্থানীয় মানুষ উদ্ধার করে সোনামুখী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা লক্ষী সরেন কে মৃত বলে ঘোষনা করেন।
আর ও পড়ুন ইডেনের ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে চড়েছে উত্তেজনার পারদ
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । গত দু’দিন আগে পুর্ব বর্ধমান থেকে প্রায় ৬২ টি হাতির দল বাঁকুড়ায় আসে। সেই হাতির দলটি বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে এখন সোনামুখী ও বেলিয়াতোড় রেঞ্জ এলাকার বিভিন্ন জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে। সেই দল হাতির মধ্যে একড়ি হাতি আক্রমন চালিয়েছে বলে জানা গেছে। হাতির আক্রমনে মৃত্যুর ঘটনা ঘিরে আতংক ছড়িয়েছে গোটা এলাকায়।
উল্লেখ্য, হাতির আক্রমনে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী থানার বুড়ি আঙ্গারিয়া এলাকায়। মৃতের নাম লক্ষী সরেন ( ৫২)। স্থানীয় সুত্রে জানা গেছে রবিবার দুপুরে সোনামুখী রেঞ্জ এলাকায় বুড়ি আঙ্গারী গ্রামের বাসিন্দা লক্ষী সরেন অনেকের সাথে মাঠে ধান কাটছিলেন।
সেই সময় স্থানীয় জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি ধান জমিতে ঢুকে পড়ে। হাতি দেখে অনেকেই পালিয়ে গেলেও যেতে পারেননি লক্ষী দেবী। সেই সময় দাঁতাল হাতিটি তাঁকে সামনে পেয়ে বুকের উপরে পা দিয়ে আক্রমন করে। এরপরে হাতি চলে গেলে স্থানীয় মানুষ উদ্ধার করে সোনামুখী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা লক্ষী সরেন কে মৃত বলে ঘোষনা করেন।