রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৫। এই পরিস্থিতিতে সতর্ক রাজ্য স্বাস্থ্য দফতর। বাংলা-সহ ১৬ রাজ্যে ওমিক্রনের হদিশ। রাজ্যে মোট ওমিক্রন আক্রান্ত ৫ জনের মধ্যে ৩ জন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর বাকি ২ জন সুস্থ হয়ে উঠেছেন। কোভিড নেগেটিভ হওয়ার পর তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ডাবলিন ফেরত ২৭ বছরের এক যুবকের দেহে নতুন করে সংক্রমণ পাওয়া গিয়েছে। নেতাজি সুভাষ চন্দ্র বোস বিমানবন্দরে তাঁকে কোভিড নেগেটিভ-ই পাওয়া গিয়েছিল। কিন্তু পরে তাঁর শরীরে ধরা পড়ে সংক্রমণ।
জেনোম সিকোয়েন্সিং পরীক্ষায় দেখা যায় যে, তিনি ওমিক্রনে আক্রান্ত। বর্তমানে তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ২ জনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে আরও ২ জন ওমিক্রন সন্দেহভাজনের খোঁজ মিলেছে। বেলেঘাটা আইডি ও CNCI রাজারহাটে ভর্তি রয়েছেন তাঁরা। উল্লেখ্য, রাজ্যে ওমিক্রনের সংক্রমণ রুখতে বিদেশ ফেরত যাত্রীদের জন্য ইতিমধ্যেই কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা বিমানবন্দরে যেসকল আন্তর্জাতিক যাত্রীদের কোভিড পজিটিভ পাওয়া যাবে, তাঁদের সবাইকেই রাজ্য স্বাস্থ্য দফতরের ঠিক করে দেওয়া হেলথ ফেসিলিটিতে বাধ্যতামূলকভাবে থাকতে হবে।
আর ও পড়ুন দীঘায় ফের কাঁকড়া খেয়ে মৃত্যু হলো এক তরুণীর
বিদেশ ফেরত কোভিড পজিটিভ রোগীদের ক্ষেত্রে কোনও হোম আইসোলেশন চলবে না। এর পাশাপাশি বিদেশ থেকে ফেরার ১৪ দিনের মধ্যে যদি কোনও ‘হাই রিস্ক’ দেশ থেকে আসা যাত্রীদের কেউ কোভিড পজিটিভ হন, তাহলে তাঁদেরকেও হাসপাতালের আইসোলেশনেই থাকতে হবে। জেনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট না আসা পর্যন্ত তাঁদের হাসাপাতালের আইসোলেশনে থাকা বাধ্যতামূলক। এমনকি, হাসপাতালের আইসোলেশনেও এদের অন্য কোভিড রোগীদের থেকে আলাদা জায়গায় রাখতে হবে।
এরপর জেনোম সিকোয়েন্সিং রিপোর্টে যদি কারও ওমিক্রন পজিটিভ ধরা পড়ে, তাহলে ৪৮ ঘণ্টার ব্যবধানে তাঁদের ২ বার RT-PCR টেস্ট করতে হবে। সেই রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত তাঁদেরকে হাসপাতাল থেকে ছাড়া যাবে না। রিপোর্ট নেগেটিভ আসার পরই তাঁদের হাসপাতাল থেকে ছাড়া হবে। এদিকে ওমিক্রন উদ্বেগের মধ্যেই কাল বড়দিন। সেজে উঠেছে পার্ক স্ট্রিট। উৎসবে মেতে উঠতে তৈরি রাজ্যবাসী। তাই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বাইরে বেরোলে মাস্ক পরা আবশ্যিক।
জোড়া ভ্যাকসিন নিয়ে বেরনো উচিত। শারীরিক দূরত্ব বিধি মেনে চলুন। এড়িয়ে চলুন বড় ধরনের জমায়েত।’ এদিকে, ওমিক্রন হয়েছে কি না জানতে বিশেষ RT-PCR টেস্ট। নতুন এই পরীক্ষা চালু করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর। কেউ ওমিক্রন আক্রান্ত কি না, পরীক্ষায় তার প্রাথমিক ইঙ্গিত মিলবে বলে খবর স্বাস্থ্য দফতর সূত্রে। নতুন এই পরীক্ষার নাম S-জিন মিসিং RT-PCR। ওমিক্রন আক্রান্ত কি না, তার ইঙ্গিত মিলবে এস জিন অনুপস্থিত থাকলে। কলকাতার বেশ কয়েকটি মেডিক্যাল কলেজে এই নতুন RT-PCR টেস্ট হবে। পরীক্ষার জন্য আনা হচ্ছে বিশেষ কিট।