নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৯ মার্চ, পশ্চিমবঙ্গে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। নদীয়া তেহট্টে একই পরিবারের পাঁচ জনের নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে। এবং গতকাল রাতে কলকাতার নয়াবাদের এক বৃদ্ধা এবং এক পৌঢ়ার শরীরে করোনা সংক্রমনের প্রমাণ পাওয়া গেছে। বৃদ্ধার বয়স ৭৩ এবং পৌঢ়ার বয়স ৫৬। দুজনকে হাসপাতালে কোয়ারান্টিনে রাখা হয়েছিল। এ দিন এদের পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
জানা গিয়েছে, আক্রান্ত দুজনই পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা। এখনো পর্যন্ত রাজ্যে করনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১৭। করোনা আক্রান্ত পরিবারের ব্যক্তিদের কড়া প্রহরার মধ্যে নিয়ে আসা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। করোনা পজেটিভ আক্রান্ত হাসপাতলে এলে সংক্রমণ এড়াতে মানুষজনকে সরিয়ে দেওয়া হয়। বিশেষ পোশাকে নিরাপত্তা বাহিনী কাজ করছে। রাজ্যে করনা আক্রান্তের লালারসের নমুনা থেকে মারাত্মক করোনা ভাইরাস পরীক্ষার কাজ জীবনের ঝুঁকি নিয়ে অনুসন্ধান করছে বহু মানুষ।আমাদেরও তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে, তবে এবার পাশে দাঁড়ানো নয় নিজেকে গৃহবন্দি করে নিজেকে ও অন্যকে এই ভাইরাস থেকে সুরক্ষিত রেখে কোরোনাকে চিরতরে দেশ থেকে মুছে দিতে হবে।