রাজ্য – নতুন বছরেও দুর্যোগ পিছু ছাড়ছে না বাংলার। হাওয়া অফিসের পূর্বাভাস মেনেই আগস্টের শুরুতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে প্রবল ঝড়বৃষ্টি। সোমবার রাত থেকেই কলকাতা-সহ হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ব্যাপক বৃষ্টিপাত ও বজ্রপাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালেও আকাশ ছিল ঘন মেঘে ঢাকা, রোদের দেখা মেলেনি। আবহাওয়া দপ্তরের মঙ্গলবার সকাল ৭.৪০-এর আপডেট অনুযায়ী, হাওড়া জেলার বিভিন্ন অংশে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া ও তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি। শহরে দিনভর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায়। এখানে ৭ থেকে ১১ সেমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
উত্তরবঙ্গে দুর্যোগ পরিস্থিতি আরও জটিল। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে মঙ্গলবার হলুদ সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবার কমলা সতর্কতা এবং শুক্রবার ফের হলুদ সতর্কতা কার্যকর থাকবে। একইসঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হলুদ সতর্কতা জারি হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থাকা ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তরবঙ্গের উপর অবস্থান করছে। এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে, যার অর্থ অতি প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা।
