মন্নতে আগাম দীপাবলি, কেন জানেন?

মন্নতে আগাম দীপাবলি, কেন জানেন?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
আগাম

মন্নতে আগাম দীপাবলি, কেন জানেন? দীর্ঘ ২৬ দিন পর অবশেষে ‘মন্নত’-এ ফিরলেন আরিয়ান খান। প্রত্যাবর্তন হল রাজকীয় ভাবেই। প্ল্যাকার্ড হাতে যেন ‘রাজপুত্র’-কে স্বাগত জানানোর অপেক্ষা করছিলেন অনুরাগীরা। শুক্রবার রাত থেকেই মন্নতের সামনে উপচে পড়ছিল অগণিত মানুষ আর সংবাদ-মাধ্যমের ভিড়। সকালে ছেলে আরিয়ানকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরেন শাহরুখ-গৌরী।

 

তারকা দম্পতির গাড়ি ঘিরে নিরাপত্তা বেষ্টনী থাকলেও অনুরাগীদের ভিড় যেন বাঁধ মানছিল না। টানা ২৬ দিন ধরে নিঃস্তব্ধ মন্নত বৃহস্পতিবার থেকেই প্রাণ ফিরে পেতে শুরু করে। শুক্রবার রাত থেকেই আলো দিয়ে সাজিয়ে তোলা হয় মন্নতকে। যেন সেখানে আগাম দীপাবলি উদযাপন শুরু হয়ে গিয়েছে। শাহরুখ-গৌরী নন, শুক্রবার রাত থেকেই ঢাক, ঢোল, আতসবাজি নিয়ে হাজির হন অনুরাগীরা।

 

আর ও  পড়ুন    মা’কে হারালেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়

 

উল্লেখ্য, অবশেষে আরিয়ানকে নিয়ে মান্নাতে ফিরলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। শাহরুখ খানের বাসভবনের সামনে ভক্তরা জড়ো হয়েছেন। সূত্রের খবর, আজ সকাল ১১টা ৩৪ মিনিটে মান্নাতে পৌঁছান বাবা-ছেলে। সেখানে তাঁদের জন্য অপেক্ষা করছিলেন গৌরী খান, সুহানা খান, আব্রাম খানসহ পরিবারের অন্য সদস্যরা। আরিয়ান খানকে গত ২ অক্টোবর আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। এর পর গ্রেপ্তার, রিমান্ড শেষে কারাভোগ। ২৮ দিন পর মুক্তি পেলেন আরিয়ান।

 

আজ সকাল ১১টায় আরিয়ান খান কারাগার থেকে বের হন। ১০টা ৫৬ মিনিটে আর্থার রোড জেলের বাইরে শাহরুখ খানের গাড়ি দেখা যায়। জেল রোডের বাইরে শাহরুখ খানের দেহরক্ষী রবি সিংকে দেখা গেছে। তিন গাড়িবহর নিয়ে তাঁরা মান্নাতে প্রবেশ করেন। তবে ১০টা ৫৬ মিনিটে আর্থার রোড জেলের বাইরে শাহরুখ খানের গাড়ি দেখা গেলেও। শাহরুখ খান জেল চত্বরে যান নি, তিনি শহরের একটি পাঁচ তারকা হোটেলে ছেলের জন্য অপেক্ষা করছেন। জেল রোডের বাইরে শাহরুখ খানের দেহরক্ষী রবি সিংকে দেখা গেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top