
নিজস্ব সংবাদদাতা,আলিপুর ,২রা জুন : আগামী তিন দিন বিক্ষিপ্তভাবে রাজ্যজুড়ে বৃষ্টিপাতের কথা ও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাঞ্জাব থেকে মনিপুর হয়ে উত্তরপ্রদেশ ঝারখন থেকে শুরু করে এক নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যার ফলে আগামী পাঁচ দিন রাজ্যজুড়ে কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে এবং বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপ অক্ষরেখার ফলে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তের কারণেই আগামী তিন দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী বুধবার মুর্শিদাবাদ বীরভূম এবং নদীয়া জেলায় ব্যাপক বৃষ্টিপাত হবে বলে হাওয়া অফিস জানাচ্ছে। অন্যদিকে বৃহস্পতিবার হুগলি পূর্ব মেদিনীপুর হাওড়া উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এখন দেখার বিষয় গ্রীষ্মের দাবদাহে সারা রাজ্যবাসী যখন গরমে নাজেহাল তখন আলিপুর হাওয়া অফিসের এই বার্তা কতটা শক্তি যোগাতে পারে সকলের কাছে কাছে।



















