কোলকাতা:- আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে।ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আজ আলিপুরদুয়ার এবং কোচবিহারে।আর বাকিদের জেলাগুলোতে শুধু ভারী বৃষ্টি হবে আজ।২ তারিখ উপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি,আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।

আর নিচের দিকে দুই দিনাজপুর ও মালদাতে শুধু ভারী বৃষ্টি হবে।৩ তারিখ ভারি থেকে অতি বৃষ্টি হবে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা তে। অর্থাৎ আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে সব জায়গাতেই ঝড়-বৃষ্টি হবে সাথে বজ্রপাত।বৃষ্টি একটু বেশি হবে মুর্শিদাবাদ,নদিয়া এবং বীরভূম ও দুই বর্ধমান এ.কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবেনা সর্বোচ্চ ৩৩ ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি আশে পাশে থাকবে।



















