নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর, ১৪ ডিসেম্বর, আগামী আর্থিক বছর থেকে আনন্দধারা প্রকল্পের আওতায় রাজ্যের প্রতিটি মহিলা সমবায় গুলিকে তাদের আওতায় থাকা স্বনির্ভর দল গুলির হিসাব নিকেশ অনলাইন পদ্ধতিতে করতে হবে। এমনকি আগে স্বনির্ভর দলগুলিকে যেমন দরখাস্তের মাধ্যমে ব্যাঙ্কে গিয়ে স্বনির্ভর দলগুলিকে ব্যাঙ্কের কাছে ঋনের আবেদন করতে হত এরপর থেকে তা আনন্দধারার নিজস্ব প্রোটালের মাধ্যমে স্বনির্ভর দলগুলি ঘরে বসেই করতে পারবে।
তাই দক্ষিণ দিনাজপুর জেলার আনন্দধারা প্রকল্পের আওতায় থাকা বিভিন্ন মহিলা সমবায় গুলিকে যাতে কম্পিউটার ব্যবহার করতে কোন রুপ অসুবিধার সম্মুখীন হতে না হয় সে কারনে দক্ষিণ দিনাজপুর জেলার বালুছায়া সভাগৃহে জেলার বিভিন্ন মহিলা সমবায় গুলির প্রতিনিধিদের হাতে কলমে কম্পিউটারের মাধমে স্বনির্ভর দলের হিসেব নিকাশ এবং ব্যাঙ্কে ঋণের আবেদনের কাজের প্রশিক্ষণ দেওয়া হলো। এই প্রশিক্ষণ শিবিরে জেলা আনন্দধারা প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর ইয়াংকি কলিতাস কারগে সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। জেলার মহিলা সমবায় গুলির সুবিধার্থে জেলা আনন্দধারা প্রকল্পের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার মহিলা সমবায় গুলির সদস্যরা।
আগামী বছর থেকে প্রতিটি মহিলা সমবায় গুলি সকল হিসেবে-নিকাশ করবে অনলাইনে
আগামী বছর থেকে প্রতিটি মহিলা সমবায় গুলি সকল হিসেবে-নিকাশ করবে অনলাইনে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram