আগামী বছর ফিরছে রাউডি রাঠোর

আগামী বছর ফিরছে রাউডি রাঠোর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সিক্যুয়েল, রিমেক আর বায়োপিক-বলিউড এই মুহূর্তে এই তিনটি শব্দ নিয়ে মেতে রয়েছে। কোন শব্দের পাল্লা কতটা উঠছে আর কতটা নামছে সে তো সময় বলে দেবে। কিন্তু এখন সিক্যুয়েলের পাল্লা খানিক বাড়িয়ে দিলেন অক্ষয়কুমার। তাঁর জনপ্রিয় ছবি ‘রাউডি রাঠোর’-এর সিক্যুয়েল হতে চলেছে। অক্ষয় এখন রোহিত শেট্টির সঙ্গে ‘সূর্যবংশী’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। এর মধ্যে তিনি ‘গুড নিউজ’ ছবির শ্যুটিং শেষ করেছেন। শোনা যাচ্ছে, আগামী বছর এই সিক্যুয়েলের শ্যুটিং শুরু হবে। সঞ্জয়লীলা বনসালি প্রযোজনা সংস্থার তরফে এই ছবির অন্যতম প্রযোজক শাবিনা খান এমনটাই জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, আক্কি এই ছবির মুখ্য ভূমিকায় থাকবেন। তবে মুখ্য নারী চরিত্রে সোনাক্ষী সিনহা থাকবেন নাকি প্রযোজক নতুন কোনও মুখ নিয়ে আসবেন, সে প্রশ্নের উত্তরের জন্য সময়ের মুখ চেয়ে আরও কিছুদিন বসে থাকতে হবে। তবে অক্ষয়ের তরফে এখনই কিছু নিশ্চিত জানা যায়নি। সিক্যুয়েলের গল্প এখানেই শেষ নয়। অক্ষয় নাকি ‘ভুলভুলাইয়া’ ছবির সিক্যুয়েলও নিয়ে আসতে চলেছেন। এতেই বোঝা যাচ্ছে বলিউডে সিক্যুয়েলের পাল্লাই আপাতত ভারী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top