কলকাতা – আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি এবং উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলায় কোনও কোনও স্থানে তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে। বৃহস্পতিবার জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও চড়া গরম থাকবে। ইতিমধ্যে রাজ্যের এসব এলাকায় তাপমাত্রা বাড়তে শুরু করেছে।পশ্চিমাঞ্চলের কোনও কোনও জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে।বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা আরও কিছুটা বেড়ে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি। আগামী কাল, শনিবার থেকে গরমের মাত্রা বেশি বাড়বে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়াসহ কয়েকটি জেলার কোনও কোনও জায়গায় এদিনও বজ্রমেঘ থেকে ঝড়বৃষ্টি হয়েছে। এদিকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের দীর্ঘকালীন পূর্বাভাসে জানানো হয়েছে, ১৫ মে’র পর বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে।
আবহাওয়া পূর্বাভাস সংক্রান্ত একটি মডেল মনে করছে, এটি ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। এটি তৈরি হওয়ার পর বঙ্গোপসাগরের উপর দিয়ে কোন উপকূলের দিকে যাবে সেই ব্যাপারে মডেলগুলির মধ্যে মতপার্থক্য আছে। একটি মডেল জানিয়েছে, এটির বাংলাদেশ উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। অন্য একটি মডেল ওড়িশা উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৩ মে নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দমান সাগরে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষাকালীন বায়ুস্রোত প্রবেশ করতে পারে। ওইসময় বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। তারপর সেটি শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর এটি আরও শক্তি বাড়িয়ে ১৯-২০ মে নাগাদ উপকূলের কাছাকাছি আসতে পারে।আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ তৈরি হওয়ার পর সেটির গতিপ্রকৃতি কী হবে সেটা অনেকটা নিশ্চিত হয়। তবে মে মাস বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়প্রবণ মাস। তাই নিম্নচাপ সৃষ্টির ইঙ্গিত পাওয়া গেলে সেটির উপর বিশেষ নজরদারি করতে শুরু করে আবহাওয়া দপ্তর।
