চলতি বছরই বিয়ে করছেন তাঁরা। আগামী ১০ই নভেম্বরই নাকি গাঁটছড়া বাঁধছেন দীপিকা পাডুকন এবং রণবীর সিং। ফিল্মফেয়ার–এর খবর অনুযায়ী, ইতালির কোনও বিলাসবহুল হোটেলে কিংবা বেঙ্গালুরুর কোনও পাঁচতারা হোটেলে বিয়ের পিঁড়িতে বসতে পারেন রণবীর, দীপিকা। এ বিষয়ে কোনও পরিবারের তরফে মন্তব্য না করা হলেও, সংশ্লিষ্ঠ সংবাদমাধ্যমের ওই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে।জানা যাচ্ছে, মাত্র কয়েক সপ্তাহ আগেই দীপিকা এবং রণবীরের বিয়ের দিন তারিখ স্থির করা হয়েছে। দু’জনের বিয়ের আগে ‘রোকা সেরিমনি’-ও হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে। কিন্তু, রিসেপশন কোথায় হবে, সে বিষয়ে জানা যায়নি কিছু।