
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ১০ ফেব্রুয়ারি, আগামী ১৩ই ফেব্রুয়ারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন দুর্গাপুরে। পশ্চিম বর্ধমান জেলার আধিকারিকদের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক করার জন্যই তিনি আসছেন। সিটিসেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে এই প্রশাসনিক বৈঠক হবে।এদিন মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে সাজো সাজো রব।
আজ কল্পতরু মেলা মাঠে হেলিকপ্টারের মহড়া হয়। কল্পতরু মেলা মাঠ ছাড়াও ভগৎ সিং ক্রীড়াঙ্গনেও একটি হেলিপ্যাড আছে। জানা গিয়েছে, বাঁকুড়া থেকে মুখ্যমন্ত্রী ১২ তারিখ শহরে আসবেন। তারই ফাইন্যাল রুটম্যাপের চুড়ান্ত প্রস্তুতি সারছেন পুলিশ কর্তারা।



















