আগামী ১৮ই ডিসেম্বর থেকে রায়গঞ্জে কুলদাকান্ত ট্রফি শুরু হচ্ছে। আগামী ১৮ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ৮৯তম কুলদাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স ট্রফি ও তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট। রায়গঞ্জ ইনিস্টিউটের পরিচালনায় রায়গঞ্জ টাউন ক্লাবে এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৮ই ডিসেম্বর। ফাইনাল খেলার তারিখ নির্ধারিত হয়েছে আগামী ২৪শে ডিসেম্বর।
টুর্নামেন্ট কমিটির পক্ষে এদিন অরিজিৎ ঘোষ বলেন, এই টুর্নামেন্ট শুরু করে রায়গঞ্জ করোনেশন হাই স্কুল। পরবর্তীতে রায়গঞ্জ ইনিস্টিউটের পরিচালনায় রাজ্যের বিভিন্ন প্রান্তের দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজিত হয়। তিনি জানান জেলার অন্যতম প্রাচীন এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দীপল মন্ডল। প্রথম খেলায় অংশ নেবে রায়গঞ্জ টাউন ক্লাব ফুটবল এ্যাকাডেমী বনাম কোলকাতার ঐক্য সম্মিলনী।
এছাড়াও ১৬ ও ১৭ তারিখ রায়গঞ্জ টাউন ক্লাব মাঠেই আয়োজিত হবে অন্নপূর্ণা সাহা স্মৃতি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ধীরেন্দ্র নাথ শর্মা স্মৃতি রানারআপ কাপ ফুটবল টুর্নামেন্ট। মহিলা ফুটবলের ফাইনালের দিনই আয়োজিত হবে জেলার প্রাক্তন ফুটবলার ও কোলকাতার প্রাক্তন ফুটবলারদের নিয়ে আমন্ত্রণীমূলক ফুটবল খেলা। সবমিলিয়ে শীতের দিনগুলোতে রায়গঞ্জবাসী মেতে উঠবে ফুটবল জ্বরে, এমনটাই দাবি ফুটবল প্রেমীদের।
আরও পড়ুন – ভারতের ইতিহাসে তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ যথেষ্ট গুরুত্বপূর্ণ
উল্লেখ্য, আগামী ১৮ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ৮৯তম কুলদাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স ট্রফি ও তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট। রায়গঞ্জ ইনিস্টিউটের পরিচালনায় রায়গঞ্জ টাউন ক্লাবে এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৮ই ডিসেম্বর। ফাইনাল খেলার তারিখ নির্ধারিত হয়েছে আগামী ২৪শে ডিসেম্বর।
টুর্নামেন্ট কমিটির পক্ষে এদিন অরিজিৎ ঘোষ বলেন, এই টুর্নামেন্ট শুরু করে রায়গঞ্জ করোনেশন হাই স্কুল। পরবর্তীতে রায়গঞ্জ ইনিস্টিউটের পরিচালনায় রাজ্যের বিভিন্ন প্রান্তের দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজিত হয়। তিনি জানান জেলার অন্যতম প্রাচীন এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দীপল মন্ডল। প্রথম খেলায় অংশ নেবে রায়গঞ্জ টাউন ক্লাব ফুটবল এ্যাকাডেমী বনাম কোলকাতার ঐক্য সম্মিলনী।
এছাড়াও ১৬ ও ১৭ তারিখ রায়গঞ্জ টাউন ক্লাব মাঠেই আয়োজিত হবে অন্নপূর্ণা সাহা স্মৃতি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ধীরেন্দ্র নাথ শর্মা স্মৃতি রানারআপ কাপ ফুটবল টুর্নামেন্ট। মহিলা ফুটবলের ফাইনালের দিনই আয়োজিত হবে জেলার প্রাক্তন ফুটবলার ও কোলকাতার প্রাক্তন ফুটবলারদের নিয়ে আমন্ত্রণীমূলক ফুটবল খেলা।