আগামী ১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে বেলুড় ( Belur ) মঠে প্রবেশের সময়সূচী

আগামী ১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে বেলুড় ( Belur ) মঠে প্রবেশের সময়সূচী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Belur
আগামী ১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে বেলুড় ( Belur)  মঠে প্রবেশের সময়সূচি।
ছবি সংগ্রহে সাইন টিভি

 

আগামী ১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে বেলুড় ( Belur ) মঠে প্রবেশের সময়সূচি। গত ১৮ আগস্ট থেকে মঠে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশের জন্য যে সময়সূচি দেওয়া হয়েছিল তা থেকে খুব সামান্যই পরিবর্তন করা হচ্ছে নতুন সময়সূচিতে। বিকেলে ভক্ত ও দর্শনার্থীদের জন্য মঠ খোলার সময়সীমা ১৫ মিনিট কমিয়ে আনা হচ্ছে। মঠের ওয়েবসাইটে এই নতুন সময়সূচি দেওয়া হয়েছে।

 

কোভিড বিধি মেনে গত ১৮ আগস্ট থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খোলা হয়েছে বেলুড় ( Belur ) মঠ। সকাল ৮টা থেকে বেলা ১১টা এবং বিকাল ৪টে থেকে ৫-৪৫ মিঃ পর্যন্ত বিধি মেনেই মঠে প্রবেশ করতে পারছেন ভক্ত দর্শনার্থীরা।

 

তবে আগামী ১ সেপ্টেম্বর থেকে ( Belur ) মঠে প্রবেশের ক্ষেত্রে নতুন সময়সূচি ঘোষণা করেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। নতুন সময়সূচিতে বলা হয়েছে, সকালে মঠ খোলা থাকবে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং বিকেলে ৪টে থেকে ৫-৩০ মিঃ পর্যন্ত। এছাড়াও এখনকার মতোই মঠে প্রবেশের ক্ষেত্রে কঠোর বিধি নিষেধ মেনে চলতে হবে প্রত্যেক দর্শনার্থীকে।

 

আর ও পড়ুন    পরের স্ত্রীকে নিয়ে পালানোর দায়ে বাড়িঘর ( Home ) ভাঙচুর

 

সুশৃঙ্খলভাবে দূরত্ব বিধি মেনে দাঁড়িয়ে কঠোর কোভিড বিধির মধ্যে দিয়ে সব রকম নিয়ম মেনে প্রত্যেক দর্শনার্থীদের মঠের ভিতরে প্রবেশ করতে হবে। মঠ চত্ত্বরে প্রবেশের জন্য মুখে মাস্ক থাকা আবশ্যিক। তাছাড়াও প্রবেশের সময় হাত জীবানুমুক্ত করা, শরীরের তামপাত্রা পরীক্ষা ও পরস্পরের মধ্যে দূরত্ব বিধি মেনে চলতে হবে।

এছাড়াও এবার মঠে প্রবেশের ক্ষেত্রে প্রত্যেক ভক্ত ও দর্শনার্থীকে কোভিড ভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়ার শংসাপত্র অথবা ৭২ ঘন্টার মধ্যে কোভিড পরীক্ষার নেগেটিভ শংসাপত্র দেখাতে হবে। অন্যথায় কোনওভাবেই মঠের ভিতরে প্রবেশ করা যাবে না।

 

এছাড়াও আধার, প্যান বা ভোটার পরিচয়পত্রের যে কোনও একটি সঙ্গে রাখতে হবে। এসব পরীক্ষার জন্য মূল গেটের বাইরে ডেস্ক করা হয়েছে। সেখানে সব নথি দেখিয়ে ছাড়পত্র মিললে তবেই মঠে প্রবেশের অনুমতি মিলবে। মঠের ভিতরেও মন্দিরে প্রবেশের ক্ষেত্রে শৃঙ্খলা মেনে চলতে হবে।

 

মন্দিরে দর্শনের সময় অযথা ভিড় করা যাবে না। সন্ন্যাসীদের দর্শন অথবা পায়ে হাত দিয়ে প্রণামের অনুমতিও নেই ভক্তদের জন্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top